Advertisement
জমজমাট পার্টি, প্রীতির সঙ্গে সেলফি, শ্রেয়সকে পাশে নিয়েই বড় আপডেট দিলেন পাঞ্জাব মালকিন
পাঞ্জাব অধিনায়ককে নিয়ে কী বললেন প্রীতি?
এই মুহূর্তে প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন শ্রেয়স আইয়ার। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন। সেই শ্রেয়স ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কবে মাঠে ফিরবেন তিনি, এ ব্যাপারে অনেকেরই কৌতূহল। এই পরিস্থিতিতে শ্রেয়সের স্বাস্থ্যের আপডেট জানালেন পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা।
সম্প্রতি শ্রেয়স আইয়ারকে দেখা যায় শশাঙ্ক সিংয়ের জন্মদিনের পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা, অভিনেতা ডিনো মোরিয়া-সহ একাধিক তারকা। সম্প্রতি শ্রেয়স আইয়ারকে দেখা যায় শশাঙ্ক সিংয়ের জন্মদিনের পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা, অভিনেতা ডিনো মোরিয়া-সহ একাধিক তারকা। জমজমাট সেই পার্টিতে তাঁরা সেলফিও তোলেন।
জন্মদিনের পার্টির একাধিক ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রীতি জিন্টা। সেখানে তিনি পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার সম্পর্কেও লিখেছেন।
প্রীতি লেখেন, 'একদম পরিকল্পনাহীন, প্রস্তুতি ছাড়া কাটানো সন্ধ্যা। যা সব সময় আলাদা মাত্রা এনে দেয়। শশাঙ্ককে জন্মদিনের শুভেচ্ছা। দেখা হয়ে খুব ভালো লাগল। ক্রমশ সুস্থ হয়ে উঠছে শ্রেয়স। সবচেয়ে বড় ব্যাপার ও ফের প্রকাশ্যে অনুষ্ঠানে এসেছে।'
২০২৪ সালে কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স। তবে গতবার তাঁকে দলে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। সেই শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কেনে পাঞ্জাব কিংস। সলমন খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করেছিল প্রীতি জিন্টার দল। শ্রেয়সই প্রথম ভারতীয়, যিনি আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন।
সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় শ্রেয়স আইয়ারকে। সেখানে আইসিইউ’তে পর্যন্ত রাখতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই শ্রেয়স ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
শ্রেয়সের রিহ্যাব বেশ সময়সাপেক্ষ। ফিটনেস ঠিক জায়গায় থাকলেই মাঠে ফেরার অনুমতি পাবেন তিনি। জানা গিয়েছে, তাঁর রিহ্যাব চলবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। এর অর্থ দক্ষিণ আফ্রিকা তো বটেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ানডে সিরিজেও অনিশ্চিত শ্রেয়স।
১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। এই সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এই ফরম্যাটে অনেকদিন সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছে, হয়তো আইপিএলে মাঠে ফিরবেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। আর এই আবহেই ভাইরাল শ্রেয়সের মেজাজ হারানোর ভিডিও।
Published By: Prasenjit DuttaPosted: 02:48 PM Nov 24, 2025Updated: 03:18 PM Nov 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
