Advertisement
কোথায় মধুচন্দ্রিমায় যাবেন? নববিবাহিত স্ত্রীকে পাশে নিয়ে জবাব দিলীপের
দেখুন দিলীপ-রিঙ্কুর বিয়ের ফটো অ্যালবাম।
বৈশাখী সন্ধ্যায় পরিণয় পেল প্রেম। এক থেকে দুই হলেন দিলীপ ঘোষ। বৈদিক মতে দলেরই সহযোদ্ধা রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে করলেন তিনি।
বিয়ের পর নিউটাউনে নিজের বাড়ির সামনেই নববিবাহিত স্ত্রী রিঙ্কুকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, "সকলে আশীর্বাদ করুন পারিবারিক দায়িত্ব যাতে ভালোভাবে পালন করতে পারি। আমরা রাজনৈতিক কর্মী। সেই কাজের মধ্যে থাকব। পাশাপাশি সংসারও করব।"
সংসার জীবনে মন দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনে একবিন্দুও খামতি রাখবেন না দিলীপ। বলেন, "পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে সেই কাজ করব। বাংলায় পরিবর্তন আনব।"
'দাবাং' নেতার বিয়ে নিয়ে সকলের আগ্রহের অন্ত নেই। মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তিনি? তা নিয়ে সকলের হাজারও কৌতূহল। দিলীপ বলেন, "৪০-৪২ বছর ধরে ঘুরছি। ঘোরাটা আমার নেশার মতো।" বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সাফ জানান, দেশে অনেক সুন্দর জায়গা আছে। তাই বিদেশে যাচ্ছেন না দু'জনে।
ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। বিয়েতে আমন্ত্রিতর সংখ্যা ছিল সীমিত। মোটে ৩০ জন। বিয়েবাড়ির ভোজে সম্পূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, চাটনি, আইসক্রিম।
২০২১ সালে ইকো পার্কে প্রথম দেখা। উত্তর কলকাতা শহরতলির বিজেপি পর্যবেক্ষক রিঙ্কুর সঙ্গে সেখানেই আলাপ। রাজনীতির ময়দানে কাঁধে কাঁধ দিয়ে লড়াইয়ের ফাঁকে মন দেওয়া নেওয়া। 'দাবাং' নেতার 'বোল্ডনেস' মুগ্ধ করেছিল রিঙ্কুকে। বিয়ের প্রস্তাব তিনিই দিয়েছিলেন। প্রেমে হাবুডুবু খেলেও কোনও উত্তর দেননি দিলীপ। মাসতিনেক সময় চেয়ে নেন। তারপরই ছাঁদনাতলায় যাওয়ার সিদ্ধান্ত জানান।
Published By: Sayani SenPosted: 08:17 PM Apr 18, 2025Updated: 08:54 PM Apr 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
