Advertisement
বাণিজ্য চুক্তির পাশাপাশি ক্রীড়া কূটনীতিও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট-ফুটবলে মজে মোদি
স্টার্মারের সঙ্গে চায়ে পে চর্চাতেও মেতে ওঠেন নমো।
মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে ক্রীড়া কূটনীতিতে মেতে উঠলেন তিনি। ক্রিকেট থেকে ফুটবল-সব নিয়েই ব্যস্ত থাকলেন দুই প্রধানমন্ত্রী।
ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটীয় সম্পর্ক অত্যন্ত দৃঢ়। বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতের তিনটি দল। সিনিয়র পুরুষ এবং মহিলাদের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ পুরুষ দলও বর্তমানে ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে।
তাই ইংল্যান্ড সফরে গিয়ে ক্রিকেটেও কিছুটা সময় দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাকিংহ্যামশায়ারের স্ট্রিট ক্রিকেট হাবের খুদে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন মোদি-স্টার্মার।
সেই সাক্ষাতের বেশ কয়েকটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে দেখা যায়, ১ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে মোদির হাতে। এছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছে।
খুদে ক্রিকেটাররা দুই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের হাতে বিশেষ উপহারও তুলে দেন মোদি। গতবছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রত্যেক সদস্যের সই করা ব্যাট দেওয়া হয় খুদে ক্রিকেটারদের।
Published By: Anwesha AdhikaryPosted: 11:36 AM Jul 25, 2025Updated: 11:36 AM Jul 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
