Advertisement
বিশ্বের সর্বোচ্চ রামমূর্তি উদ্বোধন মোদির, এবার গোয়াতেও উঠবে 'জয় শ্রীরাম' ধ্বনি!
ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করেছেন শিল্পী রাম সুতার।
আধ্যাত্মিকতার পথ বেয়ে গোয়ায় পর্যটনে নয়া মাত্রা যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দক্ষিণ গোয়ার শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে উন্মোচিত হল ৭৭ ফুট উচ্চতার বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি। এদিন গোয়ার রাম মন্দির পরিদর্শনও করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার বিকেল পৌনে ৪টে নাগাদ এই মঠে এসে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁর আগমন উপলক্ষে আশ্রমের ভিতরেই এক হেলিপ্যাড তৈরি করে রেখেছিল মন্দির কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়ক এবং গোয়া মন্ত্রিসভার সদস্যরা।
সেখানেই ৭৭ ফুট উচ্চতার বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করেছেন শিল্পী রাম সুতার। এর আগে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছিলেন এই শিল্পী।
জানা যাচ্ছে, গোয়ার এই জীবোত্তম মঠ ভারতের প্রাচীন মঠগুলির মধ্যে একটি। ৫৫০ বছরের পুরনো এই মঠের বর্ষপূর্তি উপলক্ষে ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সেখানেই উপস্থিত হন প্রধানমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠ দীর্ঘ বছর ধরে মানুষকে ঐক্যবদ্ধ করে এসেছে, ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে সংযুক্ত করে আসছে এই মঠ।" একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "একটি জাতির অগ্রগতি সম্মিলিত শক্তির উপর নির্ভর করে। ফলে বিকশিত ভারতের পথ সেই ঐক্যের মধ্য দিয়েই যায়।"
Published By: Amit Kumar DasPosted: 06:53 PM Nov 28, 2025Updated: 07:26 PM Nov 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
