Advertisement
মোদির ‘মিশন মালদ্বীপ’, চিনের চিন্তা বাড়াচ্ছে এই ছবিগুলি!
শুক্রবার মালদ্বীপের মাটিতে পা রাখার পর মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
তিক্ততা মিটেছে আগেই। এবার মালদ্বীপের সঙ্গে ‘বন্ধুত্ব’ বাড়াতে চাইছে ভারত। চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে শুক্রবার সকালে সেদেশে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মহম্মদ মুইজ্জুর।
এদিন মালদ্বীপে নেমে নিজের বিখ্যাত আলিঙ্গন কূটনীতিও ঝালিয়ে নিয়েছেন নমো। বিমান থেকে নেমেই মালদ্বীপের প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানী মালেতে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মোদিকে স্বাগত জানান মালদ্বীপের আমজনতা।
ক্ষমতায় আসার পরই চিনা উস্কানিতে ভারত বিরোধিতা শুরু করেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। দেশছাড়া করেছিলেন ভারতীয় সেনাকে। তবে সময় বদলেছে। সেই সঙ্গে চিন প্রেমও ঘুচেছে মালদ্বীপের। অল্প দিনেই মুইজ্জু বুঝে গিয়েছেন চিনা-সঙ্গ সুবিধের নয়।
মালদ্বীপের অহঙ্কার ভাঙার পর ফের বড় দাদার মতো দেশটির পাশে দাঁড়াল ভারত। শুক্রবার মোদি-মুইজ্জু বৈঠকের পর প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, প্রতিরক্ষাক্ষেত্রে মালদ্বীপকে সমস্তরকম সহযোগিতা করবে ভারত। প্রায় ৫ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ারও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এদিকে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রকে মোদির বিশালাকার ছবি লাগানো হয়।
প্রেসিডেন্ট মুইজ্জু ২০২৪ সালের অক্টোবরে নির্বাচনের পর ভারত সফর করে সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়েছিলেন। সেই পদক্ষেপেরই প্রতিফলন এবং সম্প্রসারণ ঘটবে প্রধানমন্ত্রী মোদির এই সফরের মাধ্যমে।
শুক্রবার মালদ্বীপের মাটিতে পা রাখার পর মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত-মালদ্বীপের শিকড় আমাদের ইতিহাসের চেয়েও পুরনো। উভয় দেশ প্রতিবেশীর চেয়েও বেশি কিছু।”
মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহলের দাবি, মালদ্বীপে থাবা বসাতে থাকা চিনকে সরাতে ভারতের এই কূটনৈতিক পদক্ষেপের নেপথ্যে রয়েছে বহু অঙ্ক।
মালদ্বীপে পা রেখে মোদিও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি করতে দুই দেশই চেষ্টা করছে। এহেন পরিস্থিতিতে চিন কিছুটা চাপে থাকবে বলেই মত বিশ্লেষকদের।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:27 PM Jul 25, 2025Updated: 09:36 PM Jul 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
