Advertisement
বিশ্বজয়ীদের সঙ্গে সাক্ষাৎ মোদির, দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের নিজহাতে খাওয়ালেন লাড্ডুও
দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ক্রিকেটারেরা।
ইতিহাস গড়ে দৃষ্টিহীনদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা। নেপালকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে দৃষ্টিহীনদের বিশ্বকাপ জয়ী হয়েছে ভারত। হরমনপ্রীতদের ট্রফি জয়ের ২১ দিনের মধ্যে ফের বিশ্বজয়ের তাজ উঠেছে ভারতীয় মেয়েদের মাথায়। এবার বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হরমনপ্রীত কৌররা যখন বিশ্বজয় করলেন, তখনও তাঁদের সঙ্গে দেখা করেছিলেন মোদি। বৃহস্পতিবার দৃষ্টিহীনদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী।
দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ক্রিকেটারেরা টিসি দীপিকা, কে করুণারা। দলের সকলের সই করা ব্যাট মোদিকে উপহার দেন ক্রিকেটাররা।
মোদিও তাঁর সই করা একটি বল ক্রিকেটারদের হাতে তুলে দেন। ক্রিকেটারদের নিজের হাতে লাড্ডু খাইয়ে দেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর দলের প্রত্যেক সদস্যের সঙ্গে ছবিও তোলেন তিনি। বিশ্বকাপ জেতার জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বজয়ের পর সোমবার এক্স হ্যান্ডলে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। তিনি লিখেছিলেন, 'দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত। এর জন্য অনেক অভিনন্দন। গোটা টুর্নামেন্টে অপরাজিত ওরা। কঠোর পরিশ্রম, জেদ ও দলগতভাবেই এই সাফল্য। তোমরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন।" উল্লেখ্য, কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় দল নেপালকে ৭ উইকেটে পরাজিত করে ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 08:46 PM Nov 27, 2025Updated: 08:49 PM Nov 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
