Advertisement
ঠোঁটে-ঠোঁট, জন্মদিনে নিকের বাহুডোরে প্রিয়াঙ্কা, জীবনদর্শনের কথা শোনালেন 'দেশি গার্ল'
বার্থডে ভ্যাকেশন প্রিয়াঙ্কা চোপড়ার। সমুদ্রতটে কীভাবে সময় কাটছে নিক ঘরনির?
পায়ে পায়ে ৪৩এর দোরগোড়ায় ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধু ভারতীয় সিনেমাতেই নয় প্রিয়াঙ্কার পরিচিতি বিশ্বব্যাপী।
৪৩ বছর বয়সেও প্রিয়াঙ্কাকে দেখে নিমেষে বোঝা যায় যে বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। চুটিয়ে উপভোগ করছেন জন্মদিনের প্রতিটা মুহূর্ত।
জন্মদিনে 'বার্থডে ভ্যাকশনে' ছুটির মেজাজে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। ঘুরে দেখছেন সমুদ্রতটে। ভ্যাকেশন মুডে স্বামী নিক জোনাসের সঙ্গে নানা অন্তরঙ্গ মুহূর্তের ছবিও দেখা গিয়েছে প্রিয়াঙ্কার। সেখানে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বনে মগ্ন অভিনেত্রী।
নিক জোনাস, মেয়ে মালতী ও প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। লিখেছেন নিজের জীবনদর্শন। প্রিয়াঙ্কা তাঁর পোস্টে লিখেছেন, "আরও একটা বছর সূর্যকে প্রদক্ষিণ করে ফেললাম। আরও একটা বছরের প্রস্তুতি নিচ্ছি।"
প্রিয়াঙ্কা আরও লিখেছেন, "ইউনিভার্স আমাকে এতোটা ভালোবাসা উজাড় করে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। একইসঙ্গে আমার সমস্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। "
উল্লেখ্য, তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ সালের পয়লা ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন।
Published By: Arani BhattacharyaPosted: 06:07 PM Jul 18, 2025Updated: 06:09 PM Jul 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
