Advertisement
মিছিল-পথনাটিকা, কোথাও রং-তুলিতে প্রতিবাদ, আর জি কর কাণ্ডে ফুঁসছে শহর
পথে নেমে 'উই ওয়ান্ট জাস্টিস' বলছে কচিকাঁচারাও।
আর জি কর কাণ্ডের পর কেটে গিয়েছে তিন সপ্তাহেরও বেশি সময়। এখনও হাজারও প্রশ্নের ভিড়। সুবিচারের দাবিতে ফুঁসছে মহানগরী।
'তমসো মা জ্যোতির্গময়' প্ল্যাকার্ড হাতে 'আমরা তিলোত্তমা'র মিছিল। তাতে শামিল টলিপাড়ার একাংশ। মিছিলে পা মেলান রূপান্তরকামীরাও।
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নিয়ে অপর্ণা থেকে স্বস্তিকা সকলেই প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ান।
Published By: Sayani SenPosted: 07:50 PM Sep 01, 2024Updated: 07:54 PM Sep 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
