Advertisement
মেতেই রীতিতে মণীপুরে বিয়ে করলেন লিন-রণদীপ, দেখুন মহাভারত থিমের বিয়ে-কাহন
রইল বিয়ের ফটো অ্যালবাম।
২৯ নভেম্বর বুধবার মণিপুরী ভূমিকন্যা তথা বলিউড অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে ইম্ফলে গাঁটছড়া বাঁধলেন রণদীপ হুডা। বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতার 'ব্যাচেলর' তকমা ঘুচল। শুভেচ্ছার জোয়ার বলিপাড়ায়।
একেবারে সাবেকি মণিপুরী বরবেশে দেখা গেল রণদীপ হুডাকে। কনে লিন লাইশরামও তাক লাগালেন কনে বেশে। মহাভারতের থিমেই সেজে উঠেছিল বিবাহ আসর।
মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে, তা মাথায় রেখেই এমন থিম ভাবা হয়েছে। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। অর্জুন-চিত্রাঙ্গদার বিয়ের ভাবনাতেই বিয়ের সাজপোশাক রেখেছেন রণদীপ ও লিন।
Published By: Sandipta BhanjaPosted: 09:01 AM Nov 30, 2023Updated: 09:01 AM Nov 30, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
