Advertisement
যে ক্ষত আজও টাটকা! মুম্বই ভোলেনি ২৬/১১-র সেই নারকীয় অধ্যায়
হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের।
দেড় দশক আগে মু্ম্বইয়ে জঙ্গি হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছিল দেশ তথা গোটা বিশ্বকে। আজমল কাসভ এবং তার সঙ্গীরা নির্বিচারে যে হত্যালীলা চালিয়েছিল, সেই নারকীয় ও ঘৃণ্য অপরাধের দগদগে ক্ষত আজও অক্ষত বাণিজ্যনগরীতে।
চারদিন ধরে চলা এই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। আহত হন প্রায় ৩০০ জন। ভারতের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই হামলার নেপথ্যে ছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা।
মুম্বইয়ের সৌন্দর্যের অন্যতম প্রতীক তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ যে স্থানগুলিতে হামলা চালানো হয়েছিল সেগুলি হল - ছত্রপতি শিবাজি টার্মিনাস, লিওপোল্ড ক্যাফে, ওবেরয় ট্রাইডেন্ট এবং নারিম্যান হাউস।
জঙ্গিদের নিকেশ করতে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন চালিয়েছিল এনএসজি কমান্ডো, মেরিন কমান্ডো এবং পুলিশ। সেই দৃশ্য টেলিভিশনের স্ক্রিনে দেখেছিল গোটা বিশ্ব।
সময় পেরিয়েছে। আজও সেদিনের হামলাকে ভুলতে পারেননি অসংখ্য মানুষ। যাঁরা স্বজনহারা, যাঁরা আক্রান্ত হয়েও কোনওমতে বেঁচে গিয়েছিলেন তাঁদের সকলের সামনে পুনরাবৃত্ত হতে থাকে সেই নারকীয় হত্যালীলা।
বুধবার মুম্বই হামলার ১৭ বছর পূর্তিতে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘২৬/১১-র ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ সকল সাহসী সেনা এবং সাধারণ মানুষের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। দেশ তাঁদের সাহস এবং ত্যাগের কথা কোনও দিনও ভুলবে না।
Published By: Subhodeep MullickPosted: 01:46 PM Nov 26, 2025Updated: 02:05 PM Nov 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
