Advertisement
'সবার ঊর্ধ্বে তেরঙ্গা', স্বাধীনতা দিবস উদযাপনে শচীন, মনু ভাকেররা, বিশ্বজয় মনে করালেন রোহিত
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা।
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলিরা। তালিকায় রয়েছেন রোহিত শর্মা, মহম্মদ শামি, মনু ভাকের-সহ বহু। তাঁরা সোশাল মিডিয়ায় মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শচীন লেখেন, 'শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ!' সঙ্গে তাঁর জাতীয় পতাকা নেওয়া ছবিও পোস্ট করেছেন তেণ্ডুলকর।
সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট কোহলি। তিনি লেখেন, 'আজ আমরা স্বাধীনভাবে হাসতে পারছি কারণ তাঁরা সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে আছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাদের আত্মত্যাগকে কুর্নিশ। ভারতীয় হিসেবে গর্বিত। জয় হিন্দ।'
ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা জাতীয় পতাকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। বিশ্বজয় মনে করালেন হিটম্যান। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব লেখেন, 'শুভ স্বাধীনতা দিবস, ভারত। আমরা সব সময় জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করছি।' স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, চেতেশ্বর পূজারা, ভিভিএস লক্ষ্মণ, মিতালি রাজও।
বেহালার সুরে জাতীয় সঙ্গীত বাজিয়ে স্বাধীনতার শুভেচ্ছা জানান অলিম্পিকের জোড়া পদক জয়ী মনু ভাকের। তিনি লেখেন, 'আমাদের হৃদয়ের খুব কাছের একটা সুর। যা বাজানোর চেষ্টা করেছি। যখনই দেশের হয়ে খেলি, তখনই পোডিয়ামে দাঁড়িয়ে এই গান শুনতে চাই। আমরা সাধারণত বসে ভায়োলিন বাজাই। এক্ষেত্রে দেশকে শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে বাজালাম। এই অনুভূতি কথায় প্রকাশ করা যায় না। জয় হিন্দ।'
Published By: Prasenjit DuttaPosted: 05:34 PM Aug 15, 2025Updated: 05:34 PM Aug 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
