Advertisement
শরীরজুড়ে শুধুই সেফটিপিন! জলপাইগুড়ির বাজার কাঁপানো 'সেফটিপিন ম্যান' আসলে কে?
শিশুরা তাঁকে ডাকে সেফটিপিন দাদু বলে।
শরীরের বিভিন্ন অংশ ঢাকা রয়েছে সেফটিপিনে। তিনি 'সেফটিপিন ম্যান'। জলপাইগুড়ির ময়নাগুড়ির বাজারে একডাকে তাঁকে প্রায় সকলেই চেনেন। তাঁকে ঘিরে ক্রেতা-সহ সাধারণ মানুষের মধ্যে কৌতূহলও কম নয়।
কিন্তু আসলে কে এই ব্যক্তি? জলপাইগুড়ি জেলার ফালাকাটার মসলা পট্টির বাসিন্দা তিনি। নাম অধীর বর্মন। ৬০ বছর পেরিয়ে যাওয়া এই বৃদ্ধ বাজারে ঘুরে ঘুরে এভাবেই সেফটিপিন বিক্রি করেন।
তাঁকে দেখলে প্রথমে খানিক ভীত, হতবাক হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। কারণ, মাথার টুপি, জামা, প্যান্ট-সহ একাধিক জায়গায় ঝুলছে শয়ে শয়ে সেফটিপিন।
এদিন দেখা গেল ফালাকাটার বাসিন্দা অধীর বর্মন ময়নাগুড়ি বাজারে ঘুরে ঘুরে সেফটিপিন-সহ নানা জিনিস নিজের শরীরের মধ্যে রেখে বিক্রি করছেন। সেই সঙ্গে তাঁর টুপি, জাম, প্যান্ট সকল কিছুর মধ্যেই সেফটিপিন গাঁথা। তাই তাঁকে খদ্দেররা সেফটিপিন ম্যান বলে ডাকেন। অন্যদিকে শিশুরা তাঁকে ডাকে সেফটিপিন দাদু বলে।
এই ডাক শুনে তিনি কখনও রাগ করেন না। এমনই জানিয়েছেন, অধীর বর্মন। তাঁর কথায়, "এই ডাক আমার বেশ ভালোই লাগে। গত তিনবছর থেকে আমি এই সাজে সজ্জিত হয়ে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম, হাটবাজারে সেফটিপিন-সহ অন্যান্য জিনিস ফেরি করছি।"
Published By: Suhrid DasPosted: 06:27 PM Nov 28, 2025Updated: 06:27 PM Nov 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
