Advertisement
'ভূতা শুদ্ধি' মতে সাতপাক, ভোজে সাত্ত্বিক আহার, সামান্থার বিয়ের নিরামিষ মেনুতে কী কী ছিল?
আধ্যাত্মিক পরিবেশে কীভাবে সম্পন্ন হল রাজ-সামান্থার বিয়ের অনুষ্ঠান? ফাঁস করলেন বন্ধু শিল্পা।
সোমবার সকালে সদগুরুর ইশা যোগা সেন্টারে 'ভূতা শুদ্ধি' মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমরু। লিঙ্গ ভৈরবী মন্দিরে বিশেষ প্রথায় চারহাত এক হয়।
সিনেদুনিয়ায় তারকাদের বিয়ের খবর মানেই, অনুরাগীমহলের বিশেষ কৌতূহল সাজপোশাক এবং ভোজের মেনু নিয়ে। সদগুরুর আশ্রমে আধ্যাত্মিক পরিবেশে কীভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল?
তার খানিকটা নিজেই শেয়ার করেছিলেন সামান্থা। এবার বিশদে অন্দরমহলের ছবি দেখালেন সামান্থার প্রিয় বান্ধবী শিল্পা রেড্ডি। তাঁর শেয়ার করা অ্যালবামে কখনও হাসিমুখে ধরা দিলেন নবদম্পতি তো কখনও বা আবার ফ্রেমে ফুটে উঠল ইশা যোগা সেন্টারের আধ্যাত্মিক পরিবেশ।
শিল্পা রেড্ডিই জানান দিলেন যে, রাজ-সামান্থার বিয়ের ভোজে সমস্তরকম নিরামিষ পদ ছিল। কারণ সদগুরুর আশ্রমে সাত্ত্বিক আহারই হয়। আমন্ত্রিত অতিথিরাও সেই পদই রসাস্বাদন করলেন।
কোয়েম্বাটুরে বিয়ে করলেও সামান্থার বিয়ের মেনুতে ছিল দক্ষিণী ছোঁয়া। কলাপাতায় সাজানো রকমারি মরশুমি শাক-সবজি, ডাল, লাউয়ের তরকারি, ভেজিটেবল পোরিয়াল, স্যালাড, বড়া জাতীয় খাবার। তবে সব খাবারই এখানে একেবারে মশলাছাড়া, জানালেন শিল্পা রেড্ডি।
সামান্থার বিয়ের অনুষ্ঠান ছিমছাম হলেও দক্ষিণী সুন্দরীর সাজপোশাক নিয়ে কিন্তু সোশাল পাড়ায় চর্চা বিস্তর। লাল টুকটুকে বেনারসি, দক্ষিণী স্টাইলের সোনার গয়নার সঙ্গে বিশেষভাবে নজর কেড়েছে তাঁর বিয়ের আংটি।
সামান্থার হাতে যে আংটিটি দেখা গিয়েছে, সেই ডিজাইনটি আদতে মুঘলযুগের। এপ্রসঙ্গে গয়না প্রস্তুতকারক সংস্থা অভিলাষা প্রেট জুয়েলারির কর্ণধার অভিলাষা ভান্ডারী জানিয়েছেন, এই ধরণের আংটিকে পোর্ট্রেট-কাট বলা হয়। মুঘল যুগে এইধরণের হিরের গয়না ব্যবহার করা হত।
বলিউড মাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে ব্যক্তিগত বিমানে ঘনিষ্ঠ ৩০জনকে নিয়ে মুম্বই থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা হন রাজ এবং সামান্থা। তার পর সোমবার সকালে দুই পরিবারের কতিপয় আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ভৈরবী মন্দিরে নিয়মমাফিক সিঁদুরদান, মালাবদল হয়। পরিচালক-অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে এটি। (ছবি- ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 09:48 PM Dec 01, 2025Updated: 09:48 PM Dec 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
