Advertisement
রাজার প্রাসাদ থেকে শাহরুখের ড্রিম হোম, এককালের 'জন্নত' কীভাবে হল কিং খানের 'মন্নত'?
মন্নতের এই ইতিহাস জানেন কি?
দিল্লি থেকে মুম্বই এসে মায়ানগরীতে টিকে থাকা, অভিনয়ের মাধ্যমে দর্শকের মনের রাস্তা খোঁজা স্ট্রাগলার ছেলেটা স্বপ্ন দেখেছিল মুম্বইয়ের চোখ ধাঁধানো প্রাসাদটা কেনার। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন? তিনি আর কেউ নন, বলিউডের 'কিং খান' শাহরুখ খান।
কীভাবে মুম্বইয়ের বুকে মন্নতের মতো প্রাসাদোপম বাংলোর মালিক হলেন শাহরুখ? স্বপ্ন দেখার শুরুই বা কোথায় জানেন? শাহরুখ তখন জার্নি শুরু করেছেন বলিউডে। বাদশা হয়ে ওঠা তখনও হয়নি তাঁর। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করার লড়াই চালিয়ে যাচ্ছেন। এমন সময় 'ইয়েস বস' ছবির একটি গানের শুটিং হয়েছিল তাঁর আজকের মন্নতের সামনে। সেই সময় সেই প্রাসাদ দেখে মুগ্ধ শাহরুখ বলেছিলেন, "একদিন আমি এই প্রাসাদ কিনব।"
এরপর বয়ে গিয়েছে অনেক জল। মুম্বইয়ের অন্যতম 'ল্যান্ডমার্ক' এখন মন্নত বহু হাত বদল হয়ে এসেছিল শাহরুখের কাছে। কিন্তু জানেন কি শাহরুখের আগে এই প্রাসাদোপম বাংলোর মালিক কে ছিলেন? কীভাবে তা তৈরি হয়েছিল?
ইতিহাস ঘাঁটলে জানা যায় ১৯১৪ সাল নাগাদ তৈরি হয়েছিল এই প্রাসাদ। হিমাচল প্রদেশের মান্ডির রাজা বিজয় সেন তাঁর রাজত্বকালে নির্মাণ করেছিলেন অধুনা 'মন্নত'। রাজা বিজয় সেন তাঁর স্ত্রী অর্থাৎ তাঁর রানির জন্যই নাকি তা তৈরি করেছিলেন।
রাজা বিজয় সেনের মৃত্যুর পর এই প্রাসাদ কেনেন এক পার্সি সঙ্গীত অনুরাগী। নাম দেন 'ভিলা ভিয়েনা'। ভিয়েনা ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগ থেকে এই আজকের মন্নতের নামকরণ হয় 'ভিলা ভিয়েনা'। এরপর তাঁর মৃত্যুর পর এই প্রাসাদ দেখাশোনার সমস্ত দায়িত্বভার পান তাঁর পৌত্র।
পরবর্তীতে ১৯৯০ সালের শেষের দিকে এই বাংলো কেনেন ভরত শাহ নামে এক প্রযোজক। যিনি ছিলেন বিপুল ধনসম্পত্তির অধিকারী। সেই সময়েই কাকতালীয় ভাবে শাহরুখের তাঁর এই ড্রিম হাউসকে চাক্ষুষ করা। এই বাড়ি একদিন তাঁর হবে সেই স্বপ্ন বোনার শুরু।
তবে বেশিদিন তার জন্য অপেক্ষা করতে হয়নি। ২০০১ সালে মুম্বইয়ের বুকে নিজের ড্রিম হাউস কেনেন শাহরুখ ও গৌরী। এককালের রাজার প্রাসাদ হয়ে ওঠে বলিউডের কিং'এর 'মন্নত'।
যদিও জানা যায় যে, প্রথমে মন্নত নয়, শাহরুখ ও গৌরী স্বর্গের সমান এই বাংলোর নাম রেখেছিলেন জন্নত। পরবর্তীকালে সেই নাম তাঁরা পরিবর্তন করে রাখেন মন্নত। ১৩ কোটি টাকার বিনিময়ে ২০০১ সালে এই প্রাসাদোপম বাংলো কেনেন বাদশা।
Published By: Arani BhattacharyaPosted: 07:49 PM Nov 26, 2025Updated: 07:57 PM Nov 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
