Advertisement
কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রায় সোনিয়া গান্ধী, হাঁটলেন রাহুলের পাশে
পদযাত্রায় মায়ের জুতোর ফিতে বেঁধে দিলেন রাহুল, দেখুন সেই ছবি।
কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রায় যোগ দিলেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার কর্ণাটকে রাহুলের সঙ্গে পদযাত্রায় পা মেলান সোনিয়া।
শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন এভাবে পথে নেমে রাজনীতি করতে দেখা যায়নি সোনিয়াকে। গত লোকসভা নির্বাচনেও প্রচারে বেরোননি। দীর্ঘদিন বাদে সভানেত্রী রাস্তায় নামায় চাঙ্গা কংগ্রেস কর্মীরা।
যদিও অসুস্থতার জন্য খুব বেশিক্ষণ তাঁকে হাঁটতে দেখা যায়নি। ছেলে রাহুলের 'বকুনি' খেয়ে গাড়িতে উঠে পড়তে হয় তাঁকে। মায়ের পায়ের জুতোর ফিতেও বেঁধে দিতে দেখা যায় রাহুলকে। পরে আবার নেমে এসে কর্মীদের সঙ্গে হাঁটেন তিনি।
'ভারত জোড়ো' যাত্রায় যোগ দিতে একদিন আগেই কর্ণাটকে পৌঁছে যান সোনিয়া। সেখানেই দশেরায় স্থানীয় একটি মন্দিরে পুজো দেন কংগ্রেস সভানেত্রী।
Published By: Subhajit MandalPosted: 03:39 PM Oct 06, 2022Updated: 03:39 PM Oct 06, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
