Advertisement
২৪-এর সেমিফাইনালে দাপট বিজেপির, ক্যামেরায় গেরুয়া শিবিরের তুমুল উচ্ছ্বাস, রইল ছবি
কংগ্রেসের দখলে তেলেঙ্গানা।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্স বিজেপির। একমাত্র তেলেঙ্গানায় জিতে সান্ত্বনা পুরস্কার কংগ্রেসের।
চার রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। তিনটি রাজ্যেই জয় বিজেপির। আনন্দে আত্মহারা বিজেপির কর্মী-সমর্থকরা।
রাজস্থানে কংগ্রেসকে গদিচ্যুত করল বিজেপি। প্রথা মেনেই পাঁচ বছর পর পালটে গেল সরকার। মরুরাজ্যে হাত শিবিরকে কার্যত উড়িয়ে দিয়েছে বিজেপি।
টানা দুবার তেলেঙ্গানার সরকার গিয়েছিল বি আর এসের দখলে। তবে ২০২৩ সালে তাদের সরিয়ে ক্ষমতায় কংগ্রেস। দক্ষিণের রাজ্যটিতে উল্লাস হাত শিবিরের।
মধ্যপ্রদেশে টানা পঞ্চমবার সরকার গঠনের পথে বিজেপি। একাধিক বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রাখলেও শেষ হাসি গেরুয়া কর্মী-সমর্থকদের মধ্যেই।
অন্ধকারের মাঝে একমাত্র সোনালি রেখা হিসাবে তেলেঙ্গানাকেই ধরছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। জয়ের খবর পেয়েই উল্লাস আমজনতার।
শুধু তিন রাজ্যে নয়, দেশের নানা প্রান্তেই বিজেপির জয় উদযাপনে শামিল হয়েছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।
Published By: Anwesha AdhikaryPosted: 03:53 PM Dec 03, 2023Updated: 07:27 PM Dec 03, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
