Advertisement
সমুদ্র সৈকতে স্বস্তিকার 'বিকিনি বিলাস', সমাজের ছুঁতমার্গ উড়িয়ে বললেন, 'এই শরীর এখনও অবসর নেয়নি'
শরীরী বিভঙ্গ আর 'বোল্ড বার্তা'য় বাজিমাত অভিনেত্রীর। এই ছবিগুলো দেখেছেন?
তুখোড় অভিনেত্রী। প্রচণ্ড সাহসিনী। তবুও বরাবর মাটির কাছাকাছি থাকা পছন্দ স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এবার মন্দারমণির সমুদ্র সৈকতে বিকিনি পরে সমাজের ছুঁতমার্গ নিয়ে কড়া বার্তা দিলেন নায়িকা।
স্বস্তিকার ব্যক্তিত্ব, বাহ্যিক সৌন্দর্য্যই শুধু নয়, মুগ্ধ হতে হয় তাঁর মনন-চিন্তন দেখেও। এবার ফের সেরকমই এক উদাহরণ তৈরি করলেন তিনি। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে সাহসী পোশাকে ধরা দিয়ে শোরগোল ফেললেন অভিনেত্রী।
সমাজের রক্তচক্ষুকে কোনও দিনই পরোয়া করেননি স্বস্তিকা মুখোপাধ্যায়। এবারও তাঁর বিকিনি বিলাসে যখন সমাজ পাড়ায় নিরন্তর কাটাছেঁড়া, তখন সাহসী ফ্রেমের সঙ্গে বোল্ড বার্তাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
স্বস্তিকা লিখেছেন, "যে দেহ সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্নের পাশাপাশি দুঃখ-আনন্দ, রাজনীতিতে শামিল হয়েছে, সেই দেহ আজও বেঁচে রয়েছে।" পাশাপাশি সমাজের রক্তচক্ষু, নিন্দুকদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন তিনি।
স্বস্তিকার সংযোজন, 'এমনকী সমাজের চাওয়াতেও এই দেহ অবসর নেয়নি। এমন একটা দেহ যা এখনও জল-আলো দাবি করে চলেছে। আর সেটা যদি কারও অস্বস্তিকর লাগে, তাহলে ভালো!'
৪৫ তম জন্মদিন উপলক্ষে রবিবার সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানেই সাদা-হলদে চেক বিকিনিতে দেখা গেল তাঁকে। মুগ্ধ করল তাঁর কাস্টমাইজড মুক্তোর মালা। কানে ছোট্ট দুল আর চোখে রোদচশমা। তাতেই নেটভুবনে শোরগোল ফেলে দিলেন তিনি।
তবে অনুরাগীদের নজর কাড়ল স্বস্তিকার সাহসী বার্তা। যেখানে তিনি উল্লেখ করেছেন, 'বয়স বাড়াটা সমস্যার নয়। সমস্যা হল এমন একটা সংস্কৃতি, যা মহিলাদের ভয় দেখায়। আমার প্রিয় নারীকে ৪৫তম জন্মদিনের শুভেচ্ছা। হোক না সেলুলাইটযুক্ত উরু, পিগমেন্টেড ত্বক, বার্ধক্যের কারণে বদলে যাওয়া শরীর, আমি তবুও তোমাকেই ভালোবাসি।'স্বস্তিকা যে সমূহ নারীকুলকে নিজেকে ভালোবাসার, নিজের শর্তে বাঁচার বার্তা দিয়েছেন, তাতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটভুবনের সাহসিনীরা।
Published By: Sandipta BhanjaPosted: 06:15 PM Dec 15, 2025Updated: 06:18 PM Dec 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
