Advertisement
ব্যাটে অনবদ্য গিল, ওভালে শেষবেলায় দুরন্ত সিরাজ, সিরিজ শেষে একনজরে টিম ইন্ডিয়ার রিপোর্ট কার্ড
ওভালের ঐতিহাসিক জয়ে বিলেত থেকে সিরিজ ড্র রেখে দেশে ফিরছে ভারত।
শুভমান গিল (৯/১০): ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। ব্যাটিংয়ে তাঁকে ১০-এর মধ্যে ৯ দেওয়া যায়। কিন্তু অধিনায়ক হিসেবে কত পাবেন তিনি? ইংল্যান্ড সিরিজেই অধিনায়কত্বে অভিষেক হয়েছে তাঁর। ভারতীয় দলকে খুব একটা খারাপ পরিচালনা করেননি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের পাশে দাঁড়িয়েছেন। এমনকী দলের প্রয়োজনে আম্পায়ারদের মুখের উপর কথা বলতে পিছুপা হননি। এমনকী ইংল্যান্ড ক্রিকেটারদেরও চ্যালেঞ্জের মধ্যে ফেলেছেন। তবে এখনও অনেক শেখার বাকি। বিশেষ করে প্রথম একাদশ বাছাইয়ে তাঁকে আরও প্রভাব খাটাতে হবে। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে তাঁকে ১০-এর মধ্যে দেওয়া যায় ৬। যাই হোক, তাঁর নেতৃত্বে বিলেত থেকে সিরিজ ড্র রেখে দেশে ফিরছে ভারত।
ঋষভ পন্থ (৯/১০): ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ত্বের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে ছিলেন। লিডসে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পরের তিন টেস্টেও কোনও না কোনও ইনিংসে হাফসেঞ্চুরি পার করেছেন। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েও দলের প্রয়োজনে ব্যাট করতে নেমেছিলেন। তবে, ওভালে চোটের কারণে খেলতে পারেননি। সব মিলিয়ে ইংল্যান্ডে তাঁর রান ৪৭৯। উইকেটকিপার হিসেবেও ছিলেন যথাযথ।
কেএল রাহুল (৮/১০): ওপেনার হিসেবে ভারতকে ভরসা জুগিয়েছেন তিনি। সিরিজে তাঁর সেঞ্চুরির সংখ্যা দু'টি। হাফসেঞ্চুরিও দু'টি। ধারাবাহিকতা বজায় রেখে সব মিলিয়ে তাঁর রান সংখ্যা ৫৩২।
যশস্বী জয়সওয়াল (৭/১০): পাঁচ টেস্টে দু'টি সেঞ্চুরি, দু'টি হাফসেঞ্চুরি-সহ তাঁর মোট রান ৪১১। তবে, মাঝেমাঝেই ধারাবাহিকতার অভাবে ভুগেছেন।
সাই সুদর্শন (৪/১০) ও করুণ নায়ার (৩/১০): ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল তাঁর। তিনটি টেস্টে সুযোগ পেয়েছেন। সেরা রান ৬১। তবে প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। তিন টেস্ট মিলিয়ে ১৪০ রানের বেশি করতে পারেননি। অন্যদিকে, ৭ বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছিল করুণ নায়ারের। চার টেস্টে সুযোগ পেলেও দলকে হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন ২০৫ রান।
রবীন্দ্র জাদেজা (৭.৫/১০): গোটা সিরিজে টিম ইন্ডিয়াকে ভরসা জুগিয়েছে তাঁর ব্যাট। ম্যাঞ্চেস্টারে প্রায় হারতে বসা ম্যাচ সেঞ্চুরি করে বাঁচিয়েছেন জাড্ডু। পাঁচ টেস্টে তাঁর রান ৫১৬। তবে, বোলার হিসেবে পারফরম্যান্স বলার মতো ছিল না। পাঁচ টেস্টে তিনি পেয়েছেন মাত্র ৭ উইকেট। বোলার হিসেবে তিনি পাবেন ৩।
ওয়াশিংটন সুন্দর (৬.৫/১০): ম্যাঞ্চেস্টারে তাঁর ম্যাচ বাঁচানো সেঞ্চুরির কথা কেই বা ভুলতে পারে? লোয়ার অর্ডারে খারাপ ব্যাট করেননি। চার টেস্টে সুযোগ পেয়ে করেছেন ২৮৪। সিরিজে উইকেট পেয়েছেন ৬টি। বোলার হিসেবে তাঁকে দেওয়া যায় ৩।
শার্দূল ঠাকুর (২/১০) ও নীতীশ রেড্ডি (৪/১০): অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছিল শার্দূলকে। ব্যাটিং, বোলিং উভয় ক্ষেত্রেই হতাশ করেছেন। তিন টেস্টে সুযোগ পেলেও তাঁর রান মাত্র ৭২। সর্বোচ্চ ৪১। উইকেট পেয়েছেন মাত্র ২টি। অন্যদিকে, নীতীশ কুমার রেড্ডি দু'টি টেস্টে সুযোগ পেয়ে করেছেন ৪৫ রান। উইকেট নিয়েছেন ৩টি।
Published By: Prasenjit DuttaPosted: 07:21 PM Aug 04, 2025Updated: 07:21 PM Aug 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
