Advertisement
FIFA WC 2022: বিশ্বকাপে কাতারের উষ্ণতা আরও বাড়াচ্ছেন তারকা ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা
শুধু স্ত্রী ও প্রেমিকা নয়, এঁদের নিজস্ব পরিচয়ও রয়েছে।
কাতারে শুরু হয়ে গিয়েছে কাপ-যুদ্ধ। ৩২ দেশের ৮৩১ জন ফুটবলার শামিল এই লড়াইয়ে। আর মাঠের বাইরে থেকে তাঁদের উৎসাহ দিতে হাজির বহু ফুটবলারের স্ত্রী-প্রেমিকারা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রডরিগেজ স্পেনের নাগরিক। মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রিয়ালিটি শোয়ের অভিনেত্রী হিসাবেও পরিচিত।
স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলো। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। পাশাপাশি তাঁর একটি ব্যাগ কোম্পানিও রয়েছে। ২০১৭ সালে বিয়ে হয় আলভারো আর অ্যালিসের।
তবে নিজেদের ফুটবলার সঙ্গীর চেয়ে তাঁরাও কম জনপ্রিয় নন। এই যেন সার্বিয়ান স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচের প্রেমিকা ক্যারোলিন স্ট্রামারে ‘ইতালির মেগান ফক্স’ নামে পরিচিত। প্রাক্তন এই মিস ইতালি মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেও কাজ করেন।
Published By: Sulaya SinghaPosted: 02:58 PM Nov 22, 2022Updated: 02:58 PM Nov 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
