৪৫১ কোটি টাকা ব্যয়ে বারাণসীতে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস মোদির, দেখুন ছবি
02:27 PM Sep 23, 2023 | Subhajit Mandal
Advertisement
Tap to expand আরও এক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাচ্ছে উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে অত্যাধুনিক এই স্টেডিয়ামটি তৈরি হবে বেলপাতার আদলে।
Tap to expand শনিবার নিজেই এই অত্যাধুনিক স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, শচীন তেণ্ডুলকর, জয় শাহ,
Tap to expand সব মিলিয়ে এই স্টেডিয়াম তৈরিতে খরচ ৪৫১ কোটি টাকা ধার্য্য করা হয়েছে। জমি অধিগ্রহণ করতে যোগী আদিত্যনাথ সরকারের খরচ হয়েছে ১২১ কোটি টাকা। স্টেডিয়াম তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা।
Tap to expand বারাণসীর নতুন স্টেডিয়ামে থাকবে কাশী এবং শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো।
Tap to expand স্টেডিয়ামের প্রবেশ দ্বার দেখতে হবে বেলপাতার মতো। ভিআইপি গ্যালারি দেখতে হবে ডুগডুগির বা ডমরুর মতো। স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলি হবে ত্রিশূলের আকারের। গ্যালারি তৈরি করা হবে বারাণসীর গঙ্গার ঘাটগুলির আদলে।
Tap to expand এই স্টেডিয়ামটির দর্শকাসন হবে ৩০ হাজার। স্টেডিয়ামটি তৈরি করতে সময় লাগবে ৩০ মাস।
Tap to expand কানপুর এবং লখনউয়ের পর এই স্টেডিয়াম হবে উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
ধর্ম ও আধুনিকতার মিশেলে তৈরি হবে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।