Advertisement
১১ হাজারের বেশি শূন্যপদ, রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় কড়া নিরাপত্তা
এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদল করা হয়েছে।
আজ, রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা। প্রায় ১১ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। রাজ্যজুড়ে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে।
এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদল করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশকর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য যেমন সংরক্ষিত আসন থাকে, তা থাকবেই।
১ ঘণ্টার পরীক্ষা হবে। এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা হবে। সঠিক উত্তরে টিক মার্ক করতে হবে চাকরিপ্রার্থীদের। অ্যাডমিট কার্ড ছাড়া কোনও পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
পেন, ক্যালকুলেটর, ডিজিটাল হাতঘড়ি, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না চাকরিপ্রার্থীরা। পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীকে পেন দেওয়া হবে।
সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। সিঙ্গুর ব্লকে ৯টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। সেখানে মোট পরীক্ষার্থী ৩৭০০জন। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে প্রত্যেক পরীক্ষার্থীর ভিডিওগ্রাফি করা হচ্ছে। বেলা সাড়ে ১০টার পর থেকে মূলগেট বন্ধ করে দেওয়া হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 11:20 AM Nov 30, 2025Updated: 11:27 AM Nov 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
