Advertisement
বাধা হয়নি দৃষ্টিহীনতা, সাফল্যের শিখর ছুঁয়ে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত উত্তরপাড়ার দাবার প্রশিক্ষক
হুগলির উত্তরপাড়ার যুবক যুধাজিৎ দে।
জন্ম থেকে দৃষ্টিহীন। পৃথিবীর আলো দেখেনি। কিন্তু প্রতিবন্ধকতাকে কোনও বাধা বলে মনে করেননি তিনি। দৃষ্টিহীন হয়েও দাবা প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন দৃষ্টি সম্পূর্ণ খেলড়ায়দের।
হুগলির উত্তরপাড়ার যুবক যুধাজিৎ দে। দৃষ্টিহীন তিনি। ছেলেবেলা থেকেই দাবার প্রতি তাঁর ঝোক। আজকের দিনে তিনি সফল দাবা প্রশিক্ষক। তাঁর ঝুলিতে আছে একাধিক জাতীয় পুরস্কার। এবার তাঁর এই কৃত্বিতের জন্য পেলেন রাষ্ট্রপতি পুরষ্কার।
আজ, বৃহস্পতিবার দুপুরে নিজের অসামান্য কৃতিত্বের জন্য পেলেন রাষ্ট্রপতি পুরস্কার। রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর থেকে পুরস্কার নেন তিনি।
এই বিষয় যুধাজিৎয়ের দাদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ভাইয়ের অধ্যাবসায় ও ইচ্ছেশক্তির জেরে আজ এই সম্মান পেল। ছোট থেকেই ওঁর জেদ ওঁকে এই জায়গায় নিয়ে এসেছে।" তাঁরা এই মুহূর্তে দিল্লিতে। আগামী ৬ ডিসেম্বর তাঁরা উত্তরপাড়ায় ফিরবেন।
Published By: Subhankar PatraPosted: 09:21 PM Dec 04, 2025Updated: 09:24 PM Dec 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
