Advertisement
Virushka: ষষ্ঠ বিবাহবার্ষিকী বিরাট-অনুষ্কার, নতুন অঙ্গীকারে মনের আরও কাছাকাছি সেলিব্রিটি দম্পতি
দেখুন ভালোবাসায় ভরা ছ'বছরের নানা মুহূর্ত।
এর পর বিরাট ও অনুষ্কাকে একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে। ভারতের বিজ্ঞাপনের জগতে তাঁরা দুজন অন্যতম সেরা ব্র্যান্ড।
বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর, ২০১৭ সালে ইটালির টাস্কানি শহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট ও অনুষ্কা।
এর পর দেশে ফিরে মুম্বই ও দিল্লি বিশাল রিসেপশন দিয়েছিলেন তারকা দম্পতি। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক সেলিব্রেটি।
এর পর ২০২১ সালের ১১ জানুয়ারি তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। মেয়ের নাম ভামিকা। কোলের একরত্তি হলেও ভামিকা কিন্তু দেশ-বিদেশের অনেক শহর ঘুরে ফেলেছে।
নতুন বছরের ১১ জানুয়ারি ভামিকা তিন বছরে পা দেবে। তবে ব্যক্তিগত কারণে এই দম্পতি তাঁর সন্তানের মুখ দেখাতে রাজি নন।
Published By: Sabyasachi BagchiPosted: 12:38 PM Dec 11, 2023Updated: 01:30 PM Dec 11, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ