Advertisement
দ্বিতীয় টেস্টের আগে 'গুরুগম্ভীর' আলোচনায় যশস্বী, গুয়াহাটির পিচ নিয়ে সন্তুষ্ট 'নয়া অধিনায়ক'?
ভারতীয় দলের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নেবেন পন্থ।
গুয়াহাটি টেস্টে খেলতে পারবেন না শুভমান গিল। বোর্ড সূত্রের খবর, গিলকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি গুয়াহাটি থেকে সোজা মুম্বই উড়ে গিয়েছেন। তাঁর বদলে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। ৩৮তম টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নেবেন তিনি। ছবি: বিসিসিআই।
গুয়াহাটির মাঠ ঋষভ পন্থের কাছে সব সময় স্পেশাল। এখানেই তাঁর ওয়ানডে অভিষেক হয়েছিল। পন্থ বলেন, “শুভমান চেষ্টা করেছিল খেলার। কিন্তু ওর শরীর সঙ্গ দিচ্ছে না। ওর বদলে কে খেলবে, সেটা শুধু সেই প্লেয়ারই জানে। আমার সঙ্গে গিলের নিয়মিত কথা হয়। নেতৃত্ব নিয়েও অনেক কিছু শিখেছি।” ছবি: দেবাশিস সেন।
তবে দ্বিতীয় টেস্টে নামার আগে প্রবল চাপে ভারতীয় দল। কারণ এই টেস্ট ড্র হলেই সিরিজ হেরে যাবে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে জেতা ছাড়া আর কোনও বিকল্প রাস্তা নেই পন্থদের কাছে। ছবি: দেবাশিস সেন।
ইডেন পর্ব ভুলে শুক্রবারের অনুশীলনে অনেক বেশি মনোযোগী দেখা গেল যশস্বী জয়সওয়ালকে। ইডেনে রান পাননি। তাই নেটে যথেষ্ট ঘাম ঝরিয়েছেন বাঁহাতি ওপেনার। গুয়াহাটিতে অনুশীলনের ফাঁকে হেডকোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে কথাও বলতে দেখা গেল তাঁকে। ছবি: দেবাশিস সেন।
শুভমান গিলের পরিবর্ত হিসাবে সাই সুদর্শন সুযোগ পেতে পারেন। ইডেনে তাঁর বাদ পড়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তনরা। তবে সম্প্রতি বেশ কয়েকটি টেস্ট খেললেও গড় আহামরি কিছু নয়। এখন দেখার, গুয়াহাটি সুযোগ পেলে কেমন খেলেন তিনি। ছবি: বিসিসিআই।
গুয়াহাটির পিচ কেমন হবে, তা নিয়েন ধোঁয়াশা রয়েছে। সেখানে লাল রঙের পিচ বানানো হয়েছে। পিচে প্রচুর ঘাসও রয়েছে। সেই ঘাস কি কেটে ফেলা হবে? জানা গিয়েছে গুয়াহাটির ২২ গজ থেকে ছাঁটা হতে পারে ঘাস। তারপরেই বোঝা যাবে পিচ কেমন হতে চলেছে। তবে পন্থ বলছেন, "আমার মতে এই পিচটা ভালো। ব্যাটাররা সাহায্য পাবে। তবে দুয়েকদিনের মধ্যে স্পিন পাওয়া যাবে। আশা করি ভালো লড়াই হবে। ছবি: দেবাশিস সেন।
গুয়াহাটির এই স্টেডিয়ামে প্রথম বার টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাই এখানকার উইকেট কেমন, তা আগে থেকে অনুমান করা মুশকিল। তবে ভারতীয় উইকেটের চরিত্র অনুযায়ী, স্পিনাররা অবশ্যই সাহায্য পাবেন। ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের মতো বাঘাবাঘা স্পিনাররা রয়েছে। দক্ষিণ আফ্রিকাও কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই। কেশব মহারাজ, সাইমন হারমারের মতো স্পিনার রয়েছেন। তাঁরাই ইডেনে 'কামাল' করেছেন। তাই স্পিন সহায়ক উইকেট হলে লড়াই হবে সেয়ানে সেয়ানে। তবে টসও একটা ফ্যাক্টর হতে পারে। ছবি: বিসিসিআই।
এই মুহূর্তে দেশের ক্রিকেট সার্কিটের সার্বিক নিশানা বলতে গেলে গৌতম গম্ভীর। তাঁর দল নির্বাচন। টিম স্ট্র্যাটেজি। টেস্ট জেতার জন্য অর্ডারি পিচ তৈরি করে ভরাডুবি। সবই এখন তীব্র সমালোচনার বস্তু। যা আবার একেবারেই মনঃপূত হচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্টের। বরং গম্ভীরকে এভাবে প্রত্যেক ক্ষেত্রে নিশানা করা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট।
গম্ভীরকে নিশানা করার কারণও রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ঘূর্ণি পিচ তৈরি করে ভরাডুবির পরেও হেলদোল হয়নি তাঁর। উলটে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডিজাইনার পিচ বানাতে যাওয়ায়, তার খেসারত দিতে হয়েছে টিমকে। দক্ষিণ আফ্রিকা অফস্পিনার সাইমন হারমার একা শেষ করে দেন ভারতকে। ইডেন টেস্ট জিততে চতুর্থ ইনিংসে ১২৪ রান দরকার ছিল ভারতের। কিন্তু সেই পুঁচকে রান তুলতে পারেনি তারা। উলটে ৯৩ অলআউট হয়ে যায়। ভারত হারে ৩০ রানে। ছবি: বিসিসিআই।
Published By: Prasenjit DuttaPosted: 08:28 PM Nov 21, 2025Updated: 08:28 PM Nov 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
