shono
Advertisement
Toronto Airport

অবতরণের সময় কানাডায় ৮০ যাত্রী-সহ ভেঙে পড়ল বিমান, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

অবতরণের সময় উলটে গিয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি।
Published By: Amit Kumar DasPosted: 08:22 AM Feb 18, 2025Updated: 08:57 AM Feb 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিমান দুর্ঘটনা কানাডার টরেন্টো বিমানবন্দরে। অবতরণের সময় উলটে গিয়ে রানওয়েতে আছড়ে পড়ল ডেল্টা এয়ারলাইন্সের বিমান। রানওয়ের উপর বরফ জমে থাকার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার সময় বিমানটিতে ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন আহত হয়েছেন বলে খবর।

Advertisement

জানা যাচ্ছে, ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটি মিনিয়াপোলিস থেকে টরেন্টোয় আসছিল। তবে অবতরণের সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে উলটে যায় বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় যাত্রীদের। দুর্ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বরফের উপর অবতরণ করছে বিমানটি। মুহূর্তের মধ্যে দেখা যায়, বিমান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এবং আগুন ধরে গিয়েছে তাতে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার পর বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

ডেল্টা এয়ারলাইন্সের তরফে এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ডেল্টার ৪৮১৯ বিমান স্থানীয় সময় অনুযায়ী সোমবার ২টো ১৫ মিনিটে টরেন্টো বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটি মিনিয়াপোলিস-সেন্ট পল বিমানবন্দর থেকে টরেন্টোয় আসছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়সড় বিমান দুর্ঘটনা কানাডার টরেন্টো বিমানবন্দরে।
  • অবতরণের সময় উলটে গিয়ে রানওয়েতে আছড়ে পড়ল ডেল্টা এয়ারলাইন্সের বিমান।
  • রানওয়ের উপর বরফ জমে থাকার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
Advertisement