সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তপারের সন্ত্রাস নিয়ে ভারতের অভিযোগে এবার সিলমোহর দিলেন খোদ ইমরান খান। আন্তর্জাতিক মঞ্চে পাক প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন যে আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি সংগঠন আল কায়দাকে প্রশিক্ষণ দিয়েছে পাক সেনা ও কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই।
[আরও পড়ুন: ‘অনেক কিছুর জন্য আমি নোবেল পেতে পারি’, বিস্ফোরক দাবি ট্রাম্পের]
সোমবার, নিউ ইয়র্কে ‘সেন্টার ফর ফরেন রিলেশনস’-এর একটি বৈঠকে উপস্থিত ছিলেন ইমরান খান। সেখানে পাক জমিতে নিহত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ও আল কায়দার মধ্যে সবসময় যোগাযোগ ছিল। কারণ জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে পাক সেনা ও আইএসআই।’ সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেও কিন্তু কৌশলে নিজের দায় ঝেড়ে ফেলেন তিনি। নিজের অবস্থান স্পষ্ট করে ইমরান খানের দাবি, ৯/১১ হামলার পর থেকেই আল কায়দার বিরুদ্ধে পদক্ষেপ করে পাকিস্তান। যদিও পাক সেনার অন্দরে অনেকেই এই বিষয়ে সহমত ছিলেন না। ফলে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের উপর একাধিক সন্ত্রাসবাদী হামলাও হয়। অ্যাবোটাবাদে লাদেনের সঙ্গে নিচু তলার সেনাকর্মীদের যোগাযোগ ছিল।
নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলতে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি জম্মু-কাশ্মীরে নিপীড়ন চালাচ্ছে নয়াদিল্লি। তবে সাধারণ সভার বৈঠকের আগেই ইমরান খানের বেফাঁস মন্তব্যে রীতিমতো বেকায়দায় পড়েছে পাকিস্তান। এমনিতেই সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা শূন্য। উল্লেখ্য, ‘হাউডি মোদি’ জনসভায় ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইসলামী সন্ত্রাসের হাত থেকে নিরীহদের রক্ষা করতে ভারত এবং আমেরিকা প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানিয়েছিলেন তিনি। ফলে বিশ্লেষকরা মনে করছেন, এবার পাক সেনার সন্ত্রাস যোগ নিয়ে ইমরানের স্বীকারোক্তিতে যে বিশ বাঁও জলে পড়েছে পড়শি দেশ তা স্পষ্ট।
[আরও পড়ুন: ‘উষ্ণায়ন রোধে কাজ হচ্ছে না’, রাষ্ট্রসংঘে প্রথম বিশ্বের দেশগুলিকে বিঁধলেন মোদি
The post আল কায়দা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে পাক সেনা, বিস্ফোরক স্বীকারোক্তি ইমরানের appeared first on Sangbad Pratidin.