সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে এযাবৎ ২১ বার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আর সেই সফর বাবদ সরকারের খরচ হয়েছে ২২.৭৬ কোটি টাকা। বৃহস্পতিবার রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ ।
ঠিক কী জানিয়েছেন তিনি? মুরলীধরন জানাচ্ছেন, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত ২১ বার বিদেশ গিয়েছেন মোদি। আর এর ফলে কেন্দ্রের খরচ হয়েছে ২২.৭৬ কোটি টাকা। প্রসঙ্গত, করোনার সময় দীর্ঘদিন বিদেশ সফরে যেতে পারেননি প্রধানমন্ত্রী মোদি। ২০২১ সালে কেবল বাংলাদেশ সফরে যান তিনি। ২০২২ সালের মে মাসে তিনটি দেশে যান তিনি। ২ থেকে ৪ মে সময়ের মধ্যে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স গিয়েছিলেন মোদি। নিঃসন্দেহে অতিমারীর সময়ে বন্ধ না থাকলে এই সময়কালে আরও বেশি বিদেশ সফরে যেতেন তিনি। ২০১৯ সালের মে মাসে নির্বাচনে জিতে দ্বিতীয় বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসে মোদি সরকার। এরপর থেকে এখনও পর্যন্ত মোদি সবচেয়ে বেশি গিয়েছেন জাপানে। ৩ বার। পাশাপাশি আমেরিকা ও সংযুক্ত আরব আমিরশাহীতে তিনি গিয়েছেন দু’বার।
[আরও পড়ুন: ‘সুগন্ধী’ মৃত্যু! উপত্যকায় প্রথমবার সন্ধান মিলল ভয়ংকর মারণাস্ত্রের]
বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, এই সময়কালে ভারতের রাষ্ট্রপতি বিদেশ সফরে গিয়েছেন ৮ বার। এবং সেই বাবদ খরচ ৬.২৪ কোটি টাকা। এর মধ্যে রামনাথ কোবিন্দ বিদেশে গিয়েছেন ৭ বার। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গিয়েছে একবারই। গত সেপ্টেম্বরে ব্রিটেনে গিয়েছিলেন তিনি। একই সময়কালে বিদেশমন্ত্রী জয়শংকরের সফরে খরচ হয়েছে ২০.৮৭ কোটি টাকা। তিনি এই সময়কালে বিদেশে গিয়েছেন সব মিলিয়ে ৮৬ বার।
উল্লেখ্য, এর আগে ঘনঘন বিদেশ সফরের কারণে বিভিন্ন সময়ে বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ২০২০ সালে রাজ্যসভায় এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুরলীধরণ জানিয়েছিলেন ২০১৫ সাল থেকে গত পাঁচ বছরে ৫৮টি দেশে সফর করার জন্য প্রধানমন্ত্রীর পিছনে ৫১৭ কোটি ৮২ লক্ষ টাকা খরচ হয়েছে কেন্দ্রের। এরপরই এই বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।