shono
Advertisement

চলতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি, শিলিগুড়িতে প্রথম সভা করার সম্ভাবনা

আগামী সপ্তাহে রাজ্যে আসবেন নাড্ডা, শাহ।
Posted: 02:04 PM Jan 02, 2023Updated: 02:06 PM Jan 02, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: চলতি মাসেই বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এমনই খবর মিলছে সূত্র মারফত। সব ঠিক থাকলে সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রচার শুরু করবেন উত্তরবঙ্গ থেকে। শিলিগুড়িতে (Siliguri) তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। তারপর অন্যত্র কর্মসূচি নির্ধারিত হবে। বিজেপি সূত্রে খবর এমনই। তবে চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি।

Advertisement

শিয়রে বাংলার পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে প্রচারে জোর দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। বছরের শুরু থেকেই সেই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্য গেরুয়া শিবিরের। এমনকী এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই একে একে দলের শীর্ষ নেতা জে পি নাড্ডা (JP Nadda), অমিত শাহরা বঙ্গে জানুয়ারি থেকেই সফর শুরু করছেন। আগামী সপ্তাহে আসার কথা নাড্ডার। তিনি দু’দিনের জন্য আসছেন রাজ্যে। হুগলির চণ্ডীতলায় তিনি জনসভা করতে পারেন।

[আরও পড়ুন: ‘রামনামে ভয় কেন? তৃণমূল কী ভূত?’, ‘জয় শ্রীরাম’ স্লোগান বিতর্কে কটাক্ষ দিলীপের]

এরপর আগামী ১৭ জানুয়ারি আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। ওইদিন বীরভূমে তাঁর সভা। অমিত শাহ ফিরে যাওয়ার দু দিন পরই বাংলার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করবেন তিনি। শিলিগুড়িতে সভা করতে পারেন তিনি। 

[আরও পড়ুন: মোদির নোট বাতিলের সিদ্ধান্ত আইনত বৈধ, রায় সুপ্রিম কোর্টের]

উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের ফল এখনও পর্যন্ত ভাল। দক্ষিণবঙ্গে বরং সংগঠন অনেকটাই নড়বড়ে। তবে প্রধানমন্ত্রী শক্তপোক্ত ভিতের উপর দাঁড়িয়েই প্রচার শুরু করতে চান বঙ্গে। দলীয় সূত্রে খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদির। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোট ১৪ টি সভা করবেন তিনি। দু, তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে ক্লাস্টার তৈরি হবে। সেসব জায়গায় একটি করে সভা করবেন প্রধানমন্ত্রী মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement