shono
Advertisement

কৌস্তভের গ্রেপ্তারি মামলায় পুলিশ কমিশনারের রিপোর্ট ‘গ্রহণযোগ্য নয়’, ক্ষুব্ধ বিচারপতি মান্থা

আগামী ১২ এপ্রিলের মধ্যে রাজ্যের হলফনামা তলব করল হাই কোর্ট।
Posted: 01:27 PM Mar 27, 2023Updated: 01:31 PM Mar 27, 2023

গোবিন্দ রায়: কৌস্তভ বাগচির গ্রেপ্তারি মামলায় এবার হাই কোর্টের বিচারকের রোষে বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার। পুলিশকে বেআইনি কাজ করতে উৎসাহিত করছেন মনে করব, প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী ১২ এপ্রিলের মধ্যে রাজ্যের হলফনামা তলব করল হাই কোর্ট।

Advertisement

বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের রিপোর্ট অনুযায়ী কৌস্তভ বাগচির বাড়িতে পুলিশি অভিযান যুক্তিগ্রাহ্য। তবে সেই রিপোর্ট দেখে সোমবার বিস্ময়প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর মত, “কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়।” সরকারি আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, “গোটা ঘটনা গ্রহণযোগ্য নয়, সবাই জানে। তাহলে কী এটা মনে করতে হবে যে কমিশনার তার অধীনস্থ পুলিশকে বেআইনি কাজের জন্য উৎসাহিত করছেন? এই ধরনের আচরণ মানতে পারছি না। পুলিশকে সতর্ক করার প্রয়োজন রয়েছে।”

[আরও পড়ুন: বাবা হতে তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলায় শিশু খুন নিয়ে বিস্ফোরক দাবি ধৃতের]

আগামী ১২ এপ্রিলের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেছেন বিচারপতি মান্থা। আগামী ২০ এপ্রিল পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ। সিআইএসএফ নিরাপত্তা দিতে পারবে কিনা, তা জানতে চাইল হাই কোর্ট। উল্লেখ্য, গত ৪ মার্চ রাতে বারাকপুরে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। গ্রেপ্তারির সাড়ে আটঘণ্টার মধ্যে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। 

[আরও পড়ুন: রাষ্ট্রপতির প্রতি কুমন্তব্য বিতর্ক অতীত, ১৮০ ডিগ্রি ঘুরে অখিল গিরি বললেন ‘আমরা গর্বিত’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement