সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে ধাক্কা দেওয়ার অভিযোগে কোণঠাসা আমাজন৷ হিন্দুত্ব নিয়ে ব্যবসার করার চেষ্টার জল গড়াল থানা পর্যন্ত৷ সোশ্যাল মিডিয়ায় আমাজনকে বয়কটের ডাক দিয়ে এবার সংস্থার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হিন্দুত্ববাদীদের একাংশ৷ নয়ডা থানায় দায়ের হয়েছে অভিযোগ৷ এদিকে, এই ঘটনায় মুখ খুলে ওই বিতর্কিত সামগ্রীগুলির দায় সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর চাপালেন আমাজনের মুখপাত্র৷
[ আরও পড়ুন: কমোডে হিন্দু দেবদেবীর ছবি, আমাজনকে বয়কটের ডাক ক্ষুব্ধ নেটিজেনদের]
পাপোশে জাতীয় পতাকার ছবি ব্যবহার করে নেটদুনিয়ায় জনরোষের শিকার হয়েছে আমাজন৷ বছর দুই আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাল ওই অনলাইন বিপণন সংস্থা৷ দিন কয়েক আগেই নজরে আসে কমোডের ঢাকা এবং পাপোশ-সহ একাধিক জিনিসে দেওয়া হয়েছে বিভিন্ন হিন্দু দেবতাদের ছবি৷ যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হিন্দুত্ববাদী নেটিজেনরা৷ তাঁদের দাবি, ভগবান পবিত্র৷ এভাবে কমোডের ঢাকা, পাপোশে তাঁদের ছবি ব্যবহার করার অর্থ দেবতাদের অসম্মান করা৷ আমাজন দেবদেবীদের ছবি ব্যবহার করে ভুল করেছে৷ এভাবে হিন্দু আবেগ নিয়ে আমাজন ব্যবসা করছে বলেও দাবি নেটিজেনদের একাংশের৷
কমোডের ঢাকা এবং পাপোশ-সহ বিভিন্ন সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন অনেকেই৷ মুহূর্তের মধ্যেই তা ভাইরালও হয়ে যায়৷ হিন্দু ধর্মাবলম্বী নেটিজেনরা আমাজনের এই কাণ্ডকারখানা মোটেও ভাল চোখে দেখছেন না৷ তাই ওই সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা৷ এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে #BoycottAmazon৷ তবে শুধু বয়কটেই থমকে নেই ক্ষুব্ধ হিন্দুত্ববাদীরা৷ তাঁরা নয়ডা থানার পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন৷
[ আরও পড়ুন: আবেদন জমার দুদিনের মধ্যে হাতে পাবেন প্যান কার্ড, জানুন কীভাবে]
প্রথমে মুখ না খুললেও, চাপে পড়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন আমাজনের মুখপাত্র৷ ইচ্ছাকৃতভাবে আামাজন এই কাণ্ড ঘটায়নি বলেই দাবি তাঁর৷ কমোডের ঢাকা কিংবা পাপোশ যে কোম্পানির, এই ঘটনার দায় তাদের বলেই জানান অনলাইন বিপণন সংস্থার মুখপাত্র৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি৷ তবে ইতিমধ্যেই হিন্দু দেবতাদের ছবি দেওয়া কমোডের ঢাকা এবং পাপোশের ছবি দেওয়া সামগ্রীগুলি সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷
The post ধর্মীয় ভাবাবেগে আঘাত! আমাজনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ হিন্দুত্ববাদীরা appeared first on Sangbad Pratidin.