shono
Advertisement

Breaking News

ম্যাথুর সাহায্যকারীদের জেরা করবেন গোয়েন্দারা

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নারদ স্টিং অপারেশন চালানোর ক্ষেত্রে খরচ হয়েছিল কমপক্ষে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা৷ নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই টাকা ম্যাথুর অ্যাকাউন্ট থেকে বের হয়নি৷ The post ম্যাথুর সাহায্যকারীদের জেরা করবেন গোয়েন্দারা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:44 PM Jun 26, 2016Updated: 09:14 AM Jun 26, 2016

স্টাফ রিপোর্টার: নারদ স্টিং অপারেশন চালানোর ক্ষেত্রে অভিযুক্ত সিইও ম্যাথু স্যামুয়েলকে যারা আর্থিক সাহায্য করেছিল তাদের চিহ্নিত করলেন লালবাজারের তদন্তকারী গোয়েন্দারা৷ ম্যাথুর পাশাপাশি ওই আর্থিক সাহায্যকারীদেরও লালবাজারে ডেকে জেরা করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের এক পদস্থ কর্তা৷ এরজন্য আর্থিক সাহায্যকারীদের কয়েক দিনের মধ্যেই নোটিস পাঠানো হবে৷ পাশাপাশি নারদ কাণ্ডের ফুটেজ যে বিদেশি ওয়েবসাইটের মাধ্যমে আপ ও ডাউনলোড করা হয়েছিল সেই সংস্থাকেও শনিবার ই-মেলের মাধ্যমে নোটিস পাঠান ‘সিট’-এর তদন্তকারী গোয়েন্দারা৷

Advertisement

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নারদ স্টিং অপারেশন চালানোর ক্ষেত্রে খরচ হয়েছিল কমপক্ষে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা৷ নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই টাকা ম্যাথুর অ্যাকাউন্ট থেকে বের হয়নি৷ তার বদলে ওই টাকা ম্যাথুকে পাঠিয়েছিল চার থেকে পাঁচজন ব্যক্তি৷ তাদের মধ্যে রয়েছে একজন কেরলের বাসিন্দা৷ তার উপর নারদ স্টিং অপারেশনের জন্য ম্যাথু স্যামুয়েল নিজেও দু-দু’বার কলকাতায় এসেছিলেন৷ ছিলেন পার্ক স্ট্রিট ও মধ্য কলকাতার দু’টি হোটেলে৷ কলকাতায় এসে ভোটের আগে একটি সাংবাদিক বৈঠকও করেছিলেন তিনি৷ স্টিং অপারেশন ছাড়াও ম্যাথু স্যামুয়েলের কলকাতায় আসা-যাওয়ার খরচ, হোটেলের বিল এবং সাংবাদিক বৈঠকের খরচও যুগিয়েছিল বেশ কয়েকজন ব্যক্তি৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে সেই ব্যক্তিদেরও চিহ্নিত করেছেন গোয়েন্দারা৷ ভোটের আগে স্টিং অপারেশনের জন্য কেনই বা তারা ম্যাথু স্যামুয়েলের পিছনে এত টাকা ঢালল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা৷ এরজন্যই চিহ্নিত ব্যক্তিদের লালবাজারে ডেকে জেরা করতে চান তাঁরা৷

তদন্তে জানা গিয়েছে, টরেন্ট সার্চ ইঞ্জিন নামে একটি বিদেশি ওয়েবসাইটের মাধ্যমে নারদ কাণ্ডের যাবতীয় ফুটেজ আপ ও ডাউনলোড করেছিলেন সিইও ম্যাথু স্যামুয়েল৷ সেই ফুটেজ কখন, কবে ও কোথা থেকে আপ ও ডাউনলোড হয়েছে তা জানতে চান লালবাজারের গোয়েন্দারা৷ তার যাবতীয় তথ্য জানতে চেয়ে ওই বিদেশি ওয়েবসাইট সংস্থার কাছে পাঠানো হয়েছে নোটিস৷

The post ম্যাথুর সাহায্যকারীদের জেরা করবেন গোয়েন্দারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement