সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাবরি আঁচে’ ফুটছে দেশ৷ রাম না রহিম- অযোধ্যায় পূজিত হবেন কে? তা নিয়ে বেশ জমেছে ‘সুপ্রিম’ লড়াই৷ দর্শক ‘আম জনতা’৷ এরই মধ্যে ধর্মের আঁচে রাজনৈতিক স্বার্থ সেঁকে নিতে ব্যস্ত বৃহত্তম গণতন্ত্রের জনপ্রতিনিধিরা৷ একদিকে ‘মন্দির ওহি বানায়েঙ্গে’র হুঙ্কার তুলেছে গেরুয়া শিবির, অপরদিকে ‘নিরপেক্ষতার ধ্বজাধারী’ কং, বাম, সমাজবাদী ও ‘বুদ্ধিজীবী’রা৷ একে অপরের দিকে কাদা ছুড়ে সমানে লড়ে যাচ্ছেন নিজেকে সততার প্রতিমূর্তি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণপণ লড়াই৷
[দেশজুড়ে ব্যাপক ধরপাকড়, পুলিশের জালে ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি]
নব্বইয়ের বাবরি ধ্বংসের কলঙ্ক মুছতে আজ সুপ্রিম কোর্টই ভরসা৷ বিচারব্যবস্থা যে আজও নিরপেক্ষ ও স্বাধীন ভাবে কাজ করছে তার প্রমাণস্বরূপ দিল্লির মসনদে বিজেপি থাকার পরও বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী-সহ একাধিক ‘প্রভাবশালী’দের বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্তের মামলা ফের শুরু করার আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত৷ তবে আদালতের এই রায়্দানের পিছনে ‘রাজনৈতিক অভিসন্ধি’ রয়েছে বলে দাবি করছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব৷ তাঁর দাবি, লালকৃষ্ণ আদবানিকে রাষ্ট্রপতি পদের দৌড় থেকে সরাতেই এই ষড়যন্ত্র রচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সিবিআই কেন্দ্রের হাতের পুতুল৷ তাই মোদির নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে তদন্তকারী সংস্থাটি৷ তবে এই মন্তব্য করে খোদ সুপ্রিম কোর্টের দিকেই আঙুল তুলেছেন লালু৷
[আমেরিকায় মিসাইল হামলার নকল ফুটেজ প্রকাশিত উত্তর কোরিয়ায়]
এপর্যন্ত সর্বোচ্চ আদালতের ‘বাবরি নির্দেশ’ নিয়ে মুখ না খুললেও প্রধানমন্ত্রী যে উদ্বিগ্ন তা কিছটা আঁচ করা যাচ্ছে৷ এদিকে প্রধানমন্ত্রী সরাসরি আদবানিদের সমর্থনে কিছু না বললেও, মুখ খুলেছেন সেনাপতি অমিত শাহ৷ দল সঙ্গে আছে, এমনটাই আশ্বাস দিয়েছেন শাহ৷ তবে বিজেপির জন্য বাবরি শাঁখের করাত হয়ে দাঁড়িয়েছে বলেই মত বিশেষজ্ঞদের৷ সামনেই ২০১৯-র অগ্নিপরীক্ষা৷ একদিকে ‘হিন্দুত্বের’ তকমা ঝেড়ে ফেলার চেষ্টা৷ অন্যদিকে হিন্দু ভোট ধরে রাখার চেষ্টা৷ দুই মিলিয়ে বেশ কিছুটা ডামাডোলে রয়েছে গেরুয়া শিবির, এমনটাই মত বিভিন্ন শিবিরের৷
[সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতে ঘরের এই দিকেই রাখুন ক্যালেন্ডার]
The post রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরাতেই আদবানির বিরুদ্ধে জারি ষড়যন্ত্রের মামলা! appeared first on Sangbad Pratidin.