shono
Advertisement

Breaking News

ভোলবদল চিনের! আমেরিকার হাতে হাত মিলিয়ে শান্তি প্রতিষ্ঠার বার্তা জিনপিংয়ের

সম্প্রতি চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং।
Posted: 02:48 PM Oct 27, 2022Updated: 02:48 PM Oct 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির (China Communist Party) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং (Xi Jinping)। আর তারপরই চিনের (China) প্রেসিডেন্টের মুখে মার্কিন প্রীতির সুর। সম্প্রতি তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে বেজিংয়ের প্রবল অশান্তির পর এবার জিনপিং বার্তা দিলেন ওয়াশিংটনের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়ার।

Advertisement

ঠিক কী বলেছেন জিনপিং? সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, চিনা প্রেসিডেন্ট বলেছেন, ”আজ বিশ্বে শান্তিপূর্ণ পরিস্থিতি নেই। এই পরিস্থিতিতে চিন আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়। পারস্পরিক সম্মতি বজায় রেখে একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা করে এক নতুন যুগের দিকে এগিয়ে যেতে। এতে শুধু দুই দেশেরই উন্নতি হবে না। গোটা বিশ্বই এর ফলে উপকৃত হবে।”

[আরও পড়ুন: প্রাথমিক টেটে বেনজির, প্রথমবার সিলেবাস, মডেল প্রশ্নপত্র-সহ গাইডলাইন প্রকাশ পর্ষদের]

উল্লেখ্য, সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চিন ও আমেরিকাকে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা দিয়েছে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে যখন চিনা রক্তচক্ষু উপেক্ষা করে তাইওয়ান আসেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ চিন সাগরে ঢুকে পড়ে আমেরিকার যুদ্ধবিমানের বহর।

এছাড়াও লাদাখে ভারত-চিন সংঘাতের ঘটনাও চিন-মার্কিন সংঘাতকে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ ভারত আমেরিকার ঘোষিত সামরিক জোটসঙ্গী। তার আগে কোভিড পরিস্থিতিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারণ ভাইরাস ছড়ানোর জন্য চিনকে দায়ী করেছিলেন।

সব মিলিয়ে একের পর এক ঘটনার অভিঘাতে ক্রমশই তলানিতে তলিয়ে গিয়েছে দুই দেশের সম্পর্ক। কিন্তু এবার জিনপিংয়ের মুখে সেই আমেরিকার সঙ্গেই হাতে হাত মিলিয়ে এগনোর বার্তায় অবাক ওয়াকিবহাল মহল। প্রশ্ন উঠছে, সত্য়িই কোনও সদিচ্ছা প্রকাশ করলেন চিনা প্রেসিডেন্ট? নাকি এটা নিছকই কূটনৈতিক কৌশল? আপাতত সেই উত্তরই খুঁজতেই ব্যস্ত ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: পড়ুয়াদের মন বুঝতে রাজ্যের প্রত্যেক স্কুলে ‘আনন্দ পরিসর’, বসবে শিশু সংসদও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement