shono
Advertisement

Breaking News

ক্যানসার-ডায়াবেটিসের ওষুধের দাম কমাল কেন্দ্র সরকার

ক্যানসার, ডায়াবেটিস, ব্যাকটেরিয়া সংক্রমণ বা রক্তাচাপের চিকিত্সায় ব্যবহূত ৫৬ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমাল কেন্দ্র সরকার৷ এই ওষুধগুলির দাম গড়ে ২৫ শতাংশ কমানো হয়েছে৷ The post ক্যানসার-ডায়াবেটিসের ওষুধের দাম কমাল কেন্দ্র সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Jun 07, 2016Updated: 11:11 AM Jun 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার, ডায়াবেটিস, ব্যাকটেরিয়া সংক্রমণ বা রক্তাচাপের চিকিৎসায় ব্যবহূত ৫৬ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমাল কেন্দ্র সরকার৷ এই ওষুধগুলির দাম গড়ে ২৫ শতাংশ কমানো হয়েছে৷
ওষুধের দাম নিয়ামক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) অবশ্য এর পাশাপাশি কিছু গ্লুকোজ ও ক্লোরাইড ইঞ্জেকশনের ছোট ফাইলের দাম বাড়িয়েছে৷ এনপিপিএ-র নয়া দাম ঘোষণায় অ্যাবোট হেল্থকেয়ার, সিপলা, লুপিন, আলেমবিক, অ্যালকেম ল্যাবোরেটরিজ, নোভার্টিস, বায়োকন, ইনটাস ফার্মাসিউটিক্যালস, হেটেরো হেল্থকেয়ার এবং সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের মতো বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি প্রভাবিত হবে৷ এনপিপিএ চেয়ারম্যান ভূপেন্দ্র সিং জানিয়েছেন, কিছু ওষুধের দাম যেমন ১০-১৫ শতাংশ কমেছে, তেমনই কিছু ওষুধের দাম কমেছে ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত৷ এনপিপিএ জানিয়েছে, যদি কোনও সংস্থা সরকার ঘোষিত দামের ঊধর্বসীমা অমান্য করে তবে ক্রেতার কাছ থেকে নেওয়া অতিরিক্ত মূল্য জমা করতে হবে৷

Advertisement

The post ক্যানসার-ডায়াবেটিসের ওষুধের দাম কমাল কেন্দ্র সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement