সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপন ভাই নয়, তুতো ভাইয়ের হাতেই খুন হয়েছেন পাকিস্তানি মডেল কান্দিল বালোচ৷ শনিবার পলিগ্রাফ টেস্টের পর এমন তথ্যই সামনে এল৷
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই মডেলের হত্যা মামলায় প্রথমে তাঁর ভাই মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছিল৷ বোনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার কথা নিজে মুখে স্বীকারও করেছিল ওয়াসিম৷ কিন্তু পলিগ্রাফ টেস্টের পর ঘটনার মোড় ঘুরে গেল৷ ওয়াসিমের পর পুলিশের সন্দেহের তালিকায় যুক্ত হয়েছিল কান্দিলের তুতো ভাই হক নাওয়াজ এবং বোন শাহনাজ৷ পরে তাদেরও গ্রেফতার করা হয়৷ কিন্তু শনিবারের রিপোর্ট থেকে পুলিশের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গেল, নাওয়াজের হাতেই খুন হয়েছিলেন কান্দিল৷ তাকে সাহায্য করেছিল ওয়াসিম৷ পুলিশ সূত্রে খবর, কান্দিলের হাত-পা চেপে ধরেছিল ওয়াসিম৷ সেই মুহূর্তেই কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করে নাওয়াজ৷ পুলিশ এও জানতে পেরেছে, মডেলের দাদা আরিফ সৌদি আরব থেকে নাকি ওয়াসিমকে খুন করার জন্য চাপ দিয়েছিলেন৷
উল্লেখ্য, গত ১৬ জুলাই মুলতানের বাড়িতে ঘুমের মধ্যে কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর বোল্ড ছবি ও ভিডিও পোস্ট করার জন্য তাঁর প্রতি পরিবারের ক্ষোভ জন্মেছিল৷ পরিবারের সম্মান রক্ষার্থেই খুন করা হয়েছে কান্দিলকে৷ এমনটাই জানিয়েছিল তাঁর ভাই৷
এদিকে, পাকিস্তানি পুলিশের কাছে লিখিত বয়ান জমা দিয়েছেন মুফতি আবদুল কাভি৷ কান্দিলের বিতর্কিত ভিডিওতে তাঁর সঙ্গে কাভিকে দেখা গিয়েছিল৷
The post ভাই নয়, তুতো ভাইয়ের হাতেই খুন কান্দিল appeared first on Sangbad Pratidin.