shono
Advertisement

‘চাষ করি আনন্দে…’ ভোটের আগে ছত্তিশগড়ে কৃষকদের সঙ্গে ধান কাটলেন রাহুল গান্ধী

কৃষকরা খুশি থাকলেই গোটা ভারত খুশি, দাবি কংগ্রেস সাংসদের।
Posted: 08:09 PM Oct 29, 2023Updated: 08:09 PM Oct 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাষিদের সঙ্গে কোমর বেঁধে ধানখেতে নেমে পড়লেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সকলের সঙ্গে মিলে ধানও কাটতে দেখা গেল কংগ্রেস (Congress) সাংসদকে। সেখান থেকেই রাহুলের বার্তা, কৃষকরা খুশি থাকলেই গোটা ভারত খুশি থাকবে। ভোটমুখী ছত্তিশগড়ে (Chhattisgarh) গিয়ে চাষিদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কংগ্রেসের কৃষকদরদী প্রকল্পগুলোর কথাও তুলে ধরেছেন রাহুল গান্ধী। এদিন কৃষকদের সঙ্গে দেখা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে এই প্রথম নয়, আগেও মাঠে নেমে চাষের কাজে হাত লাগাতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে।

Advertisement

ভোটপ্রচার করতে দুদিনের জন্য ছত্তিশগড়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ। তার মধ্যেই রবিবার রায়পুরের কাছে কাঠিয়া গ্রামে কৃষকদের সঙ্গে দেখা করে সময় কাটান রাহুল। তার পরেই মাঠে নেমে ধান কাটতে দেখা যায় তাঁকে। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন রাহুল। এই সফরে রাহুলের সঙ্গী ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও ডেপুটি মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: তিস্তায় মাছের মড়ক! জলদূষণই কারণ? কারণ খুঁজতে দল পাঠাচ্ছে মৎস্য দপ্তর]

ধান কাটার ছবি আপলোড করে রাহুল লিখেছেন, “কৃষকরা খুশি থাকলে গোটা ভারত খুশি। ছত্তিশগড়ের কৃষকদের জন্য পাঁচটি পদক্ষেপ করেছে কংগ্রেস সরকার। তার জন্যই ভারতের সবচেয়ে খুশি কৃষক হয়ে উঠেছেন তাঁরা। সেই মডেল সারা ভারতেই কার্যকরী করব আমরা। প্রসঙ্গত, আগামী মাসেই দুই দফায় বিধানসভা নির্বাচন রয়েছে ছত্তিশগড়ে।

তবে এই প্রথমবার নয়, আগেও মাঠে নামতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। গত জুলাই মাসে হরিয়ানায় সোনিপাতে জলমগ্ন ধান খেতে কৃষকদের সঙ্গে নেমে পড়েছিলেন তিনি। মদিনা গ্রামে মাঠে নেমে বীজ বপনের পাশাপাশি ট্র্যাক্টরও চালিয়েছিলেন। কৃষকদের সঙ্গে কথা বলে শুনেছিলেন তাঁদের সুখ-দুঃখের কথা। স্বাভাবিক ভাবেই একজন হাই প্রোফাইল নেতাকে এভাবে মাঠে নেমে তাঁদের সঙ্গে মিশে যেতে দেখে বিস্মিত কৃষকরা।

[আরও পড়ুন: মদের আসরে বচসার জের, বন্ধুকে গলায় রড ঢুকিয়ে খুনের চেষ্টা! চাঞ্চল্য ডোমজুড়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement