সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক হয়ে গিয়েছিল আগেই। এবার তাতেই পড়ল সিলমোহর। দীর্ঘ ১৪ বছর খেলার পর রিয়াল মাদ্রিদকে আলবিদা জানালেন করিম বেঞ্জেমা। এবার কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবেন ফরাসি স্ট্রাইকার?
ক্লাবের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “রিয়াল মাদ্রিদ (Real Madrid) তথা আমাদের অধিনায়ক করিম বেঞ্জেমা ক্লাবকে বিদায় জানাচ্ছেন। দুর্দান্ত সফল একটা সময় এখানে কাটিয়েছেন তিনি। আগামী ৬ জুন তাঁকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হবে রিয়ালের তরফে। উপস্থিত থাকবেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।”
[আরও পড়ুন: OMG! রিঙ্কু নাকি কোহলি! KKR তারকার সিক্স প্যাক দেখে কী বললেন শুভমানের বোন?]
২০০৯ সালে লিওঁ থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেঞ্জেমা (Karim Benzema)। লস ব্লাঙ্কোসের হয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। তাঁর নামের পাশে লেখা ৩৫৩টি গোল। ১৬৫ টি গোলের নেপথ্যে তিনি। বেঞ্জেমাই ক্লাবের সর্বকালের দ্বিতীয় সেরা গোলদাতা। তাঁর ঝুলিতে বহু ট্রফি। এমনকী এই রিয়ালে থাকাকালীনই ব্যালন ডি’অর পুরস্কার উঠেছে তাঁর হাতে। এই দীর্ঘ পথচলায় এবার ইতি টানলেন তিনি।
রিয়ালকে বিদায় জানানোর খবর নিশ্চিত হতেই প্রশ্ন উঠেছে, তাহলে কোন ক্লাবের জার্সি গায়ে তুলতে চলেছেন বেঞ্জেমা? শোনা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথে হেঁটে ফরাসি তারকাও নাকি পাড়ি দিচ্ছেন সৌদি আরবে। আন্তর্জাতিক ফুটবল মহলে গুঞ্জন, বিপুল অর্থের বিনিময়ে সৌদির ক্লাব আল ইতিহাদে নাকি সই করতে চলেছেন তিনি। উল্লেখ্য, রেকর্ড অর্থে আল নাসেরে খেলছেন সিআর সেভেন। শোনা যাচ্ছে, পিএসজি-কে বিদায় জানানোর পর লিওনেল মেসিও সৌদির পথ ধরতে পারেন। এলএম টেনকে পেতে ঝাঁপিয়েছে আল হিলাল। এবার যদি সত্যিই বেঞ্জেমাও সৌদির ক্লাবে নাম লেখান, তাহলে নিঃসন্দেহে ফুটবলের মানচিত্রে আরও প্রকট হয়ে উঠবে মরুদেশের ছবি।