shono
Advertisement

শুরু হয়েছে JioPhone-এর বুকিং, এখনই জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য

অনলাইন না অফলাইন- কীভাবে কিনবেন? রইল হদিশ। The post শুরু হয়েছে JioPhone-এর বুকিং, এখনই জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 07:28 PM Aug 14, 2017Updated: 02:34 PM Oct 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই ১৫ আগস্ট। সব অপেক্ষার অবসান! স্বাধীনতা দিবসেই রিলায়েন্স জিও-র বহু প্রতীক্ষিত জিওফোন প্রকাশ্যে আসছে। শুরু হচ্ছে ফোনটির ‘বেটা টেস্টিং’। আনুষ্ঠানিকভাবে হ্যান্ডসেটটি বাজারে আসছে ২৪ আগস্ট থেকে। মিলবে অনলাইন ও দোকানে। রিটেলররা ইতিমধ্যেই প্রি-অর্ডার নিতে শুরু করেছেন। আপনি যদি হন ভাগ্যবান, তাহলে কোটি কোটি জিও অনুরাগীর মধ্যে প্রথম দফায় আপনার হাতে উঠতে পারে এই ফোর-জি ফিচার ফোন।

Advertisement

কিন্তু কী করে পাবেন এই ফোন? অনলাইনে কিনবেন না অফলাইনে? সে কথাই আজ জানাবো আপনাদের।

প্রথমেই খেয়াল রাখুন, আপনার কাছাকাছি কোনও জিও রিটেলর জিওফোনের প্রি-অর্ডার নিতে শুরু করেছেন কি না! প্রি-অর্ডার দেওয়ার সময় কোনও টাকা লাগবে না। হ্যান্ডসেটটি হাতে পেলে তবেই টাকা দিন।

কী করতে হবে আপনাকে?

১. প্রথমেই চলে যান কোনও স্বীকৃত জিও রিটেলরের কাছে। যেতে পারেন রিলায়েন্স জিও আউটলেটেও।

২. একটি আধার কার্ডের ভিত্তিতে মিলবে একটিই জিওফোন।

৩. আপনার আধার সংক্রান্ত তথ্য সেন্ট্রাল সার্ভারে আপলোড করার পর আপনাকে একটি টোকেন নম্বর দেওয়া হবে।

৪. জিওফোনের ডেলিভারি পাওয়ার সময় এই নম্বরটি লাগবে।

এবার আসা যাক কী করে অনলাইনে আপনার ফ্রি জিওফোন মিলবে সেই প্রসঙ্গে।

মনে রাখতে হবে, ১৫ আগস্ট থেকে কিছু নির্দিষ্ট গ্রাহকই জিওফোন হাতে পাবেন। কারণ, আপাতত বেটা টেস্টিং শুরু হচ্ছে হ্যান্ডসেটটির। অফিসিয়াল বুকিং শুরু হবে ২৪ আগস্ট থেকে। হ্যান্ডসেটটির ডেলিভারি শুরু হবে সেপ্টেম্বর থেকে।

১. জিও ফোনের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২. অনলাইন রেজিস্ট্রেশন শুরু হলে হোমপেজেই ক্লিক করার জন্য অপশনে দেখতে পাবেন।

৩. জিও ফ্রি মোবাইল ফোন রেজিস্ট্রেশন/ প্রি-বুকিং অপশনে ক্লিক করুন।

৪. নাম, কন্ট্যাক্ট নম্বর-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়ে ফর্ম ফিল আপ করুন।

৫. কোথায় ডেলিভারি নেবেন, তার ঠিকানা দিন।

৬. ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ১৫০০ টাকা এককালীন জমা দিন।

৭. আপনার জিওফোন বুক হয়ে গিয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে মিলবে এই ফোন।

কী কী মাথায় রাখবেন জিওফোন কেনার আগে?

১. লঞ্চ হচ্ছে ১৫ আগস্ট।

২. অনলাইন প্রি-রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২৪ আগস্ট।

৩. সেপ্টেম্বর ২০১৭-তে পাবেন ডেলিভারি।

৪. ৩৬ মাস পর এই ১৫০০ টাকা আপনি ফেরত পেয়ে যাবেন।

[জিওফোনের জন্য নাম নথিভুক্ত করতে এখানে ক্লিক করুন]

The post শুরু হয়েছে JioPhone-এর বুকিং, এখনই জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement