shono
Advertisement

ফের সুখবর দিল জিও, বাড়তি টাকা দিতে হবে না গ্রাহকদের

এবার কী খবর দিল জিও? The post ফের সুখবর দিল জিও, বাড়তি টাকা দিতে হবে না গ্রাহকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Jan 20, 2019Updated: 04:29 PM Jan 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রিলায়েন্স জিওর গ্রাহক? তাহলে আপনার জন্য ফের সুখবর৷ মুকেশ আম্বানির সংস্থা যে কথা ঘোষণা করেছে, তারপর ভোডাফোন কিংবা এয়ারটেল ব্যবহারকারী বন্ধুরা আপনাকে হিংসে করতেই পারেন৷

Advertisement

এবার কী খবর দিল জিও? কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হল, নতুন বছরে আর কোনও প্যাকের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না গ্রাহকদের৷ অর্থাৎ নতুন করে আর কোনও ট্যারিফেরই দাম বাড়াচ্ছে না জিও৷ পুরনো দামেই মিলবে সমস্ত পরিষেবা৷ সম্প্রতি ট্যারিফের দাম বাড়িয়েছে প্রথম সারির টেলিকম সংস্থাগুলি৷ জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্বল্প খরচে অনেক সুযোগসুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে ভোডাফোন, এয়ারটেলকে৷ ফলে লোকসানের মুখ দেখতে হয়েছে তাদের৷ সেই কারণে ফিরিয়ে আনা হয় পুরনো নিয়মও৷ জানানো হয়, মেয়াদ শেষে রিচার্জ না করলে ইনকামিং পরিষেবাও বন্ধ হয়ে যাবে৷ এমন পরিস্থিতিতে ট্যারিফের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত স্বস্তি দিচ্ছে জিও গ্রাহকদের৷

[এবার অনলাইনেই সংশোধন করুন ভোটার কার্ড, জেনে নিন প্রক্রিয়া]

জিও-র তরফে জানানো হয়েছে, বর্তমানে গ্রাহকের সংখ্যা বাড়াতে আগ্রহী কোম্পানি৷ তাই ট্যারিফের মূল্য নতুন করে বৃদ্ধি করা হবে না৷ আনলিমিটেড ফ্রি ভয়েস কল এবং সস্তায় ডেটা পরিষেবা দিয়ে অক্টোবর-ডিসেম্বরের কোয়ার্টারে মোটের উপর ৬৫ শতাংশ বেশি লাভের মুখ দেখেছে জিও৷ এবং পুরোটাই সম্ভব হয়েছে গ্রাহকের সংখ্যা বৃদ্ধির জন্য৷ উলটো দিকে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গিয়ে ক্ষতিই হয়েছে ভারতী এয়ারটেল এবং ভোডাফোনের বলে খবর৷ ফলে মনে করা হয়েছিল এ বছর জিও প্ল্যানের মূল্য বাড়লে কিছুটা স্বস্তি ফিরবে অন্যান্য সংস্থাগুলির৷ এমনকী গত দুবছরে যে স্ট্র্যাটেজিতে তারা গ্রাহক টেনেছে আগামী দিনে তেমনটা আর না করতে পারে বলেও ধারণা করা হয়েছিল৷ কিন্তু জিও ট্যারিফ না বাড়ানোর কথা ঘোষণা করায় আরও বিপাকে ভোডাফোন, এয়ারটেল৷

[প্রধানমন্ত্রীর কাছে ডিজিটাল অর্থনীতি মজবুত করার আবেদন আম্বানির]

The post ফের সুখবর দিল জিও, বাড়তি টাকা দিতে হবে না গ্রাহকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement