shono
Advertisement

নতুন বছরে ঘুম থেকে উঠে করুন এই ৫ কাজ, লক্ষ্মী বাঁধা থাকবেন ঘরে

নতুন বছরে আপনার জীবন হয়ে উঠুক আরও সমৃদ্ধ।
Posted: 04:39 PM Dec 31, 2022Updated: 04:39 PM Dec 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে সকলেই চান জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাক। আয় হোক আরও বেশি। আর লক্ষ্মী বাঁধা থাকুন ঘরে। শুধু ভাবলেই তো আর হবে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে রোজ সকালে উঠে কয়েকটি কাজ করতে হবে।

Advertisement

ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে পড়বেন না। নিজের হাতের তালু দেখুন। প্রতিদিন ভাগ্যরেখার দিকে মাত্র এক মিনিটে তাকালেই জীবনে আসতে পারে বড়সড় বদল।

প্রতিদিন সকালে উঠে স্নান করে নিন। স্নান করতে না পারলে রাতে পরে ঘুমানো পোশাক পরিবর্তন করে নিন।

[আরও পড়ুন: জীবনে সুখসমৃদ্ধি চান? লক্ষ্মীপুজোয় এই কাজগুলি ভুলেও করবেন না]

পোশাক বদল কিংবা স্নানের পর নিয়মিত পাখিকে খাবার দিন। তার জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নিন। ওই জায়গাটিতেই সারাবছর খাবার ও জল দিন। তাতে মানসিক চাপ মুক্তি হবে। হয়ে উঠবেন আরও সুখী।

দুর্ভাগ্য দূর করতে চান? নতুন বছরের শুরু থেকে কালো পিঁপড়কে ময়দা খাওয়ান। দেখবেন দুর্ভাগ্য দূর হবে। দেখবেন সুখের মুখ।

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চাইলে গরুকে একটি করে রুটি খাওয়ান।

জীবনের পথ কারোরই বোধহয় মসৃণ নয়। প্রতি মুহূর্তে চড়াই-উতরাই পেরিয়ে চলে জীবন। তবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পথচলাও দেখবেন হয়ে গিয়েছে অতি সহজ।

[আরও পড়ুন: প্রবীণ পুণ্যার্থীদের জন্য সুখবর, ঘরের কাছেই তৈরি হচ্ছে জম্মুর বৈষ্ণোদেবী মন্দির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement