সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের যাওয়া নিয়ে কড়াকড়ি করেছিল বোর্ড। এই 'ফতোয়া'র বিরুদ্ধে একপ্রকার সরাসরি মুখ খুলেছিলেন বিরাট কোহলি। তারপরই যেন কিছুটা সুর নরম বিসিসিআইয়ের। বিদেশ সফরে পরিবারের যাওয়ার নিয়মে বদলের কথা ভাবছে বোর্ড।

বর্ডার গাভাসকর ট্রফির পর দশদফা নির্দেশিকা জারি করেছিল বিসিসিআই। তার মধ্যে একটা ছিল, পরিবার নিয়ে বিদেশ সফরে যাওয়ায় বিধিনিষেধ। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, "প্লেয়াররা চাইলে আরও বেশি দিন তাঁদের পরিবার বিদেশ সফরে থাকতে পারবে। তার জন্য বোর্ডের কাছে অনুমতি নিতে হবে। বিসিসিআই যদি সেটা সম্ভব বলে মনে করে, তাহলে সিদ্ধান্ত নেবে।" তারপরই জোর চর্চা, বিরাটের মন্তব্যের জেরেই কি নড়েচড়ে বসল বোর্ড?
সম্প্রতি তিনি বলেছেন, “আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের উপস্থিতি আমাদের জন্য কতটা জরুরি। পুরো ব্যাপারটায় আমি ভীষণ হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলোর সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়, তাঁদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য এই খারাপ ফর্ম।” বিরাট বলেন, “দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না। কেউ একা একা বিমর্ষ হয়ে থাকতে চায় না।”
অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরোক্ষভাবে আপত্তি জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তারপর একটি ম্যাচের জন্য দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে থাকার অনুমতি পায় তাঁদের পরিবার। বোর্ডের নিয়ম অনুযায়ী, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। তার চেয়ে কম দিনের সফর হলে সেটা এক সপ্তাহ। সেই নিয়ম বদলাতে পারে।