সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার মাস অতিক্রান্ত, তবু অধরা বিচার। এবার 'অভয়া'র সুবিচার চেয়ে ফেসবুকের দ্বারস্থ তাঁর বাবা-মা। খুললেন ফেসবুক পেজ। জুনিয়র ডাক্তারদের শনিবারের স্বাস্থ্যভবন অভিযানেও থাকবেন তাঁরা।
আর জি করে নির্যাতিতা মহিলা চিকিৎসকের বাবা-মা ফেসবুকে পেজ খুলেছেন। নাম রেখেছেন 'ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আর জি কর ভিক্টিম'। পেজটির ভূমিকায় লিখেছেন, 'আমার মেয়ের সুবিচার চাই। মেয়ের জন্য লড়াই করছি। সত্য এবং বিশ্বস্ততার জন্য লড়াই করছি। আমাদের সঙ্গে থাকুন যাতে আর কোনও পরিবার এভাবে ষন্ত্রণা না পায়।' তাঁদের আহ্বান, 'অবিচারের দুনিয়ায় আশার আলো জাগাতে চলুন একসঙ্গে লড়াই করি।'
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, আগামী ৭ তারিখ অর্থাৎ শনিবার দুপুর তিনটেয় ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে জমায়েত হবে। সেখান থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করা হবে। কর্মসূচিতে সিনিয়র ডাক্তার, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন, অভয়া মঞ্চ-সহ সমস্ত নাগরিক সংগঠনকে শামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মিছিলে নির্যাতিতার মা-বাবাও থাকবেন বলে খবর।
এ প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, "এই লড়াই আমাদের একার নয়। সুবিচার পেতে সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। তাই মিছিলে হাঁটব। শুধু আমরা একা নয়, সবাইকে বলব মিছিলে যোগ দিতে। যাঁরা পারবেন না, তাঁরা নিজেদের এলাকায় প্রতিবাদ করুন। তদন্ত চলছে। কিন্তু গতি স্তিমিত। তাই চাপ বাড়াতে এই মিছিল। তবে বিচারব্যবস্থার উপর ভরসা আছে।" নির্যাতিতার বাবা-মার অভিযোগ, গত ৯ আগস্ট দুর্ঘটনাস্থলে যাদের দেখা গিয়েছিল, তারা আজও ঘুরে বেড়াচ্ছে। থ্রেট কালচার আবার স্বমহিমায় ফিরেছে।" প্রতিবাদেই এই মিছিলে হাঁটবেন 'অভয়া'র বাবা-মা।