shono
Advertisement

Breaking News

বিকিনি অবতারে চোখ ধাঁধালেন এই বলি ডিভা!

সাধে কী আর মরশুম এত প্রখর তপ্ত হয়ে উঠেছে! The post বিকিনি অবতারে চোখ ধাঁধালেন এই বলি ডিভা! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:10 AM May 24, 2016Updated: 06:40 PM May 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা দেখা যাচ্ছে, জলেও হেসে-খেলে আগুন লাগিয়ে দিতে পারেন এই মেয়ে!

Advertisement


এখন অবশ্য চার দিকে তাঁরই জয়জয়কার! লাস্যময়ী অবতার হোক বা ভাবগম্ভীর চরিত্র- ওয়ান শটেই ওকে করে দিচ্ছেন রিচা চড্ডা।


তার মাঝেই এবারের মরশুমটাকে আরও গরম করে তুললেন নায়িকা।


দোষের মধ্যে রিচা নেমেছিলেন সুইমিং পুলে। পুল জলে কুল খেলায় ব্যস্ত ছিলেন তিনি। হরেক বিকিনি শরীরে নিয়ে চলছিল ম্যাক্সিম পত্রিকার জন্য তাঁর বিশেষ ফটোশুট।


মে মাসে ম্যাক্সিম-এর কভারও তাই সেজে উঠেছে রিচার এই বিশেষ বিকিনি শুটের ছবিতেই। দেখা যাচ্ছে, রাতের কালো মায়া উঠে এসেছে তাঁর জলপোশাকে। সুইমিং পুলের জল থেকে তাঁর উঠে আসা লজ্জা দিচ্ছে অপ্সরাদেরও!


এখানেই শেষ নয়। এছাড়াও রিচাকে দেখা গিয়েছে নিয়ন সবুজ রঙা হল্টার-নেক বিকিনিতে। সঙ্গে সঙ্গত করছে গাঢ় নীলের ইশারা। ভিজে চুলে, জলের মধ্যে পালকের মতো ভেসে রয়েছেন তিনি।


মেক-আপেও রয়েছে দহন-দিনের ইঙ্গিত। ভাল করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, মেক-আপের সাহায্যে হালকা রোদতপ্ত করে তোলা হয়েছে নায়িকার গায়ের রং।


সাধে কী আর মরশুম এত প্রখর তপ্ত হয়ে উঠেছে!

The post বিকিনি অবতারে চোখ ধাঁধালেন এই বলি ডিভা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement