shono
Advertisement
Allu Arjun

হায়দরাবাদের পদপিষ্ট কাণ্ডে চার্জশিটে নাম আল্লু অর্জুনের, চাপ বাড়ল ‘পুষ্পা’র!

গত বছর হায়দরাবাদের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল গোটা দেশে।
Published By: Subhodeep MullickPosted: 07:53 PM Dec 27, 2025Updated: 08:06 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা অনুরাগীর। সেই মামলায় এবার চার্জশিট জমা দিল পুলিশ। জানা গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু আর্জুন-সহ আরও ২২ জনের। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি হায়দরাবাদের নামপল্লি আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা পড়ে। আল্লু ছাড়াও অভিযুক্ত হিসাবে চার্জশিটে নাম রয়েছে তাঁর ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ এবং আটজন বাউন্সারের। শুধু তাই নয়, চার্জশিটে সন্ধ্যা থিয়েটারের মালিক এবং অন্যান্য আধিকারিকেদেরও নাম রয়েছে বলে খবর। তদন্তকারীদের দাবি, আল্লু আসবেন জানা সত্ত্বেও থিয়েটার কর্তৃপক্ষ যাথাযথ পদক্ষেপ করেনি।

গত বছর ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয় আল্লুর। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় জমান। এই ভিড়েই পদপিষ্ট হয়ে রেবতী নামে এক অনুরাগীর মৃত্যু হয়। গুরুতর আহত হন রেবতীর ৯ বছরের ছেলে তেজ। বেশ অনেকদিন তিনি সে হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল। তবে শেষে প্রাণ বেঁচে যায় তার। ঘটনায় গ্রেপ্তার হন আল্লু। যদিও পরে তিনি জামিন পান। নিহতের পরিবারকে ২৫ লক্ষ আর্থিক সাহায্য করেন অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা অনুরাগীর।
  • সেই মামলায় এবার চার্জশিট জমা দিল পুলিশ।
  • জানা গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু আর্জুন-সহ আরও ২২ জনের।
Advertisement