shono
Advertisement

বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় এই ভুলগুলি করেছেন? সর্বনাশ!

জেনে নিন কোন নিয়মগুলি মেনে চলা আবশ্যক। The post বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় এই ভুলগুলি করেছেন? সর্বনাশ! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 PM Dec 22, 2018Updated: 08:57 PM Dec 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতার অস্তিত্বে বিশ্বাস করেন অনেকেই। প্রত্যেক দেবতার ভিন্ন ভূমিকাও রয়েছে। যেমন শক্তির জন্য মা কালীর আরাধনা করা হয়। আবার ধন-সম্পত্তির দেবতা হিসেবে পুজিত হন মা লক্ষ্মী। ঠিক তেমনই বাড়িতে কোনও শুভ কাজের আগে কিংবা গৃহপ্রবেশের সময় হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত নারায়ণ পুজো আয়োজন করে থাকেন। সত্যনারায়ণের আশীর্বাদ থাকলে বাধা-বিঘ্ন দূরে থাকে বলেই বিশ্বাস মানুষের। কিন্তু পুজো করব ভাবলেই তো পুজো করা হয়ে যায় না। তিথি-নক্ষত্র দেখে, আচার-নিয়ম মেনেই পুজোর আয়োজন করতে হয়। নাহলে আবার ফল বিরূপ হতে পারে। তাই জেনে নিন, সত্যনারায়ণ পুজো করার সংকল্প থাকলে তা কীভাবে সম্পন্ন করবেন। এই পুজোয় কোন কাজগুলি ভুল করেও করবেন না, তা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Advertisement

[হিন্দুত্ব কী? কোথা থেকে উৎপত্তি হিন্দু ধর্মের?]

১. যে স্থানে পুজোর আয়োজন করবেন তা যেন হয় সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন। সেটি অবশ্য সব পুজোর ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সত্যনারায়ণ পুজোর জন্য সেই জায়গাটি আলপনা দিয়ে সাজিয়ে রাখবেন।
২. বিষ্ণুর মূর্তিটি স্নান করানোর সময় তা ধরুন ডান-হাতে। কোনওভাবেই বাঁ-হাত ব্যবহার করবেন না।
৩. যে স্থানে পুজো করছেন তার আশেপাশে ধুলো বা নোংরা পায়ে ঘুরবেন না। পুজোর জায়গায় অবশ্যই পা ঢুকে প্রবেশ করবেন।
৪. ফুল, ডাব, শিষের মতো পুজোয় ব্যবহৃত সামগ্রী অন্য কারও কাছ থেকে ধারে এনে তা পুজোয় দেবেন না।
৫. পুজোয় বসার আগে কিংবা পুজো চলাকালীন ধূমপান, পান, গুটখা, মশলা জাতীয় জিনিস একেবারেই খাবেন না।
৬. সত্যনারায়ণ পুজোর দিন সকালে উপবাস করাই মঙ্গলের। পুজোর পর প্রসাদ খেয়ে খাবার খান।
৭. অন্যান্য পুজোর মতো এই পুজোতেও সুতো দিয়ে সলতে তৈরি করবেন না। তুলো ব্যবহার করুন।
৮. ধূপে ঘি মিশিয়ে তবেই ব্যবহার করবেন।
৯. প্রসাদ তৈরির সময় শুধু ঘি ব্যবহার করুন। ডালডা কিংবা তেল দিয়ে রান্না করবেন না।
১০. নারায়ণ পুজোর সময় নীল পোশাক না পরিধান করাই ভাল।
১১. নারায়ণের ছবির দু’পাশে দুটি পান পাতা এবং তার উপর একটি করে সুপারি, কয়েন ও কলা অবশ্যই রাখবেন।
১২. বাড়িতে সত্যনারায়ণ পুজো হলে মা লক্ষ্মীকে ফুল দিতে ভুলবেন না।
১৩. পরিষ্কার পোশাকে ও হাত ভালভাবে ধুয়ে সিন্নি তৈরি করবেন।
১৪. নারায়ণ পুজোয় তুলসী পাতা ব্যবহার করতেই পারেন। তবে লক্ষ্মীর ছবিতে ভুল করেও তুলসী পাতা দেবেন না।

[দুর্গাপুজো করতে না পারার খেদ থেকেই কি জন্ম নিল জগদ্ধাত্রী পূজা?]

The post বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় এই ভুলগুলি করেছেন? সর্বনাশ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement