shono
Advertisement

বিয়েবাড়িতে নর্তকীকে কোলে তুলে নাচলেন লালুর দলের নেতা, ভিডিও ভাইরাল

নৃত্যশিল্পীর চারদিক ওড়ালেন টাকার বান্ডিল, দেখুন ভিডিও। The post বিয়েবাড়িতে নর্তকীকে কোলে তুলে নাচলেন লালুর দলের নেতা, ভিডিও ভাইরাল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:50 PM Mar 18, 2018Updated: 06:31 PM Aug 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে আপত্তিকর অবস্থায় নাচতে দেখা গেল আরজেডি নেতাকে। অভিযোগ, নাচতে নাচতেই মহিলা নৃত্যশিল্পী সঙ্গে আপত্তিকর ব্যবহারও করেন ওই নেতা। একইসঙ্গে ওড়াতে থাকেন টাকার বান্ডিল। পরে অন্যান্য অতিথি অভ্যাগতরা অভিযোগ জানাতে শুরু করলে, একসময় নাচ থামিয়ে নিজের আসনে গিয়ে বসেন ওই নেতা। ইতিমধ্যেই সেই নাচের ভিডিও ভাইরাল হতেই সামনে এসেছে আরজেডি নেতার নাম। তিনি হলেন অরুণ দাদপুরি। বিহারের দুটি কেন্দ্রের উপনির্বাচনে সাড়া জাগানো জয় পেয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। ঠিক তার পরেপরেই দলীয় নেতার এহেন অভিব্যক্তিকে বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

[কাশ্মীরে শান্তি ফেরাতে মোদি ব্যর্থ, তোপ মনমোহনের]

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে নাচগানের আসর বসেছে। মঞ্চে নাচছেন নৃত্যশিল্পী। তাঁকে ঘিরে দর্শকাসনে অতিথি অভ্যাগতরা। আচমকাই ঠুমকার তালে নাচতে শুরু করলেন আরজেডি নেতা অরুণ দাদপুরি। নাচতে নাচতে আপত্তিকর ভাবে মহিলা নৃত্যশিল্পীকে ছুঁলেন। এমনকী, একটা সময় বাহুবন্ধনে আবদ্ধ করেও নাচ শুরু করলেন। বেশ খানিকক্ষণ টাকার বান্ডিল ওড়ালেন মহিলার চারপাশে। তারপর পাঁজাকোলা করে কোলেও তুলে নিলেন তাঁকে। এসব দেখেই প্রতিবাদ সরব হয়ে ওঠেন অভ্যাগতরা। তখন বাধ্য হয়েই নিজের আসেন ফিরে আসেন অরুণ দাদপুরি। আরারিয়া ও জেহানাবাদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আরজেডির জয়ের পরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, জেহানাবাদে আরজেডি প্রার্থী সুদয় যাদব বিজেপির অভিরাম শর্মাকে পরাজিত করে গড় দখল করেছেন। একইভাবে আরারিয়াতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রদীপ সিংকে হারিয়ে জয়ী হয়েছেন সরফরাজ আলম। তিনি প্রয়াত আরজেডি নেতা তসলিমুদ্দিনের পুত্র। বাবার মৃত্যুর পরেই সাংসদ শূন্য হয়ে যায় ওই কেন্দ্র। একইভাবে প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী মুন্দ্রিকা সিং যাদবের মৃত্যুতে খালি হয়ে যায় জেহানাবাদ লোকসভা কেন্দ্র। ২০১৭- সেপ্টেম্বর থেকে সাংসদ হীন অবস্থা ছিল ওই কেন্দ্র দুটি। উপনির্বচনে জয়লাভ করে আরজেডি পুনরায় নিজেদের দখলে রাখল জেহানাবাদ ও আরারিয়া। জয়ের হুল্লোড় কাটতে না কাটতেই আরজেডি নেতার ভাইরাল ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

[কাপুরুষের মতো হামলা ভূস্বর্গে, ৫ জনকে হত্যা করল পাক সেনা]

The post বিয়েবাড়িতে নর্তকীকে কোলে তুলে নাচলেন লালুর দলের নেতা, ভিডিও ভাইরাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার