সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্বাভাবিকভাবে মৃত্যু হল রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের অন্যতম কান্ডারি পার্থ দে’র৷ পুলিশের অনুমান, গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন পার্থ৷ কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷
ঋতব্রতর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠবে রাজ্য কমিটিতেও
২০১৫ সালে রবিনসন স্ট্রিটের ঘটনা সামনে আসার পর থেকে বেশ কিছুদিন পাভলভ হাসপাতালে ছিলেন পার্থ৷ মানসিক রোগের চিকিৎসা চলছিল তাঁর৷ পরে তিনি বেশ কিছুদিন মাদার হাউসেও ছিলেন৷ সেখান থেকে ছাড়া পেয়ে আর রবিনসন স্ট্রিটের বাড়িতে থাকতেন না তিনি৷ ওয়াটগঞ্জের অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন৷ ওয়াটগঞ্জের সেই বাড়ি থেকে একটি বোতল ও দেশলাই উদ্ধার হয়েছে বলে খবর৷ সেই বোতলে অর্ধেক পেট্রল ছিল। সেই কারণেই পুলিশের অনুমান গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তিনি৷ কিন্তু গায়ে আগুন দেওয়ার আগেই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হতে পারেন তিনি, এমনটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ মৃতদেহের ময়নাতদন্তের পরই আসল কারণ জানা যাবে বলে আশা পুলিশের৷
ভেন্টিলেশনে শুয়ে মাধ্যমিক দেবে কলকাতার কিশোর
২০১৫ সালের জুন মাসের রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ডের ঘটনা সামনে আসার পরই শোরগোল পড়েছিল গোটা দেশে৷ ১২০ বছরের পুরনো বাড়িতেই দিদি দেবযানী এবং পোষ্য সারমেয়র মৃতদেহের সঙ্গে ছয় মাস কাটিয়েছিলেন পার্থ দে৷ বাথরুমেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন পার্থ দে’র বাবা অরবিন্দ দে৷ সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন পার্থ দে, এমনটাই মত মনোবিদদের।
The post রবিনসন স্ট্রিট কঙ্কালকাণ্ডের পার্থ দে’র অগ্নিদগ্ধ দেহ উদ্ধার appeared first on Sangbad Pratidin.