shono
Advertisement

‘দেশ বাঁচাতে বাম প্রার্থীদের ভোট দিন’, সোশ্যাল মিডিয়ায় আরজি সব্যসাচীর

দেশের বর্তমান পরিস্থিতি ভাল নয় বলেও জানিয়েছেন ‘ফেলুদা’৷ The post ‘দেশ বাঁচাতে বাম প্রার্থীদের ভোট দিন’, সোশ্যাল মিডিয়ায় আরজি সব্যসাচীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:19 PM Apr 25, 2019Updated: 09:33 PM Apr 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বিজেপিকে এ রাজ্যে ফ্যাক্টর ভাবা হলেও, বামেদের নিয়ে সেভাবে কেউ আলোচনা করছেন না৷ কোন কেন্দ্রে বামেদের মাটি বেশ শক্ত আর কোন কেন্দ্রে নয়, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কেউই৷ এই পরিস্থিতিতেই বামেদের হয়ে প্রচারের ময়দানে শামিল হলেন টলিউড তারকা৷ সোশ্যাল মিডিয়ায় বাম প্রার্থীদের ভোটদানের আবেদন করলেন সব্যসাচী চক্রবর্তী

Advertisement

[ আরও পড়ুন: মিষ্টি নিয়ে রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, মমতার সৌজন্যকে সমর্থন দিলীপের]

তৃতীয় দফার ভোটাভুটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে৷ মিটিং, মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও প্রচারের মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে৷ বাম বুদ্ধিজীবীরা রাস্তায় বেরিয়ে প্রচার না করলেও, সোশ্যাল মিডিয়াতেই জনসংযোগ করছেন তাঁরা৷ সম্প্রতি ‘ফেলুদা’ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন৷ ওই ভিডিওয় তাঁকে কলকাতা দক্ষিণের বাম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় এবং যাদবপুরের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের হয়ে ভোট চাইতে দেখা গিয়েছে৷ তিনি বলছেন, ‘‘কলকাতা দক্ষিণ এবং যাদবপুরের যোগ্য প্রার্থী দু’জন৷ তাঁরা বামফ্রন্ট প্রার্থী ছাড়া আর কেউ নন৷ পার্লামেন্টে এঁদের থেকে ভাল প্রার্থী আর কেউ হতে পারে না৷ এঁদের দু’জনের শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক দক্ষতা নিয়ে আমার আর কিছু বলা মানায় না৷ মানুষ হিসাবেও তাঁরা ভীষণ ভাল৷’’ বাম প্রার্থীদের ভোটদানের আরজির পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনাও করেন সব্যসাচী৷ দেশের অবস্থার উন্নতি চাইলে বামপন্থীদের ভোট দেওয়া ছাড়া যে আর বিকল্প কোনও রাস্তা নেই, তা এদিন ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট করেন টলিউড অভিনেতা৷

[ আরও পড়ুন: ‘১২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর]

লোকসভা নির্বাচনে যাদবপুরে লড়াই মূলত ত্রিমুখী৷ তৃণমূলের হয়ে এই আসন থেকে ভোটে লড়ছেন মিমি৷ অভিনেত্রী হিসাবে তাঁর জনপ্রিয়তা ভোটবাক্সে প্রভাব ফেলতে পারার সম্ভাবনা রয়েছে৷ আবার বিজেপির তরফে এই কেন্দ্রে লড়ছেন অনুপম হাজরা৷ সদ্যই দলবদল করেছেন তিনি৷ বোলপুরের বিদায়ী তৃণমূল সাংসদ৷ তাই রাজনীতির ময়দানে তাঁর অভিজ্ঞতা একেবার নেই তা বলা যাবে না৷ তুলনায় কম অভিজ্ঞ দুই প্রার্থীর বিপরীতে বামেদের হয়ে লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ অনেকেই বলছেন, দুঁদে এই বাম নেতার যদিও জনসংযোগ বিশেষ নেই৷ তাই তা ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে৷ আবার কলকাতা দক্ষিণ থেকে এবার বামেদের হয়ে ভোটে লড়ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়৷ তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে মালা রায় এবং বিজেপির হয়ে ভোটে লড়ছেন চন্দ্র বসু৷ রাজনীতিকদের মতে, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর এই দু’টি আসনে কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷

দেখুন ভিডিও:

The post ‘দেশ বাঁচাতে বাম প্রার্থীদের ভোট দিন’, সোশ্যাল মিডিয়ায় আরজি সব্যসাচীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement