shono
Advertisement

এবার পর্দায় গোয়েন্দাগিরি করবেন সলমন! তুঙ্গে চর্চা

কোন ছবি জানেন? The post এবার পর্দায় গোয়েন্দাগিরি করবেন সলমন! তুঙ্গে চর্চা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:48 PM Feb 07, 2019Updated: 03:48 PM Feb 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়েন্দা সিও দো-ছেওলের নাম শুনলে আতঙ্কে হাত-পা কাঁপতে থাকে অপরাধীদের৷ কারণ তাঁর মতো কঠোর ও নির্দয় মানুষ নাকি খুঁজে পাওয়া খুব মুশকিল৷ এখন প্রশ্ন, এই গোয়েন্দা সিও দো-ছেওল কে? যাঁরা বিদেশি ছবি দেখেন তাঁদের সঙ্গে এনার পরিচয় থাকতে পারে৷ কিন্তু যাঁরা দেখেন না, তাঁদের সঙ্গে এনার পরিচয় করিয়ে দেওয়া দরকার৷ এই গোয়েন্দা সিও দো-ছেওল হল, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সিনেমা ‘ভেটেরন’এর মুখ্য চরিত্রের নাম৷ যার রিমেক এবার তৈরি হবে ভারতে৷ সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজান সলমন খানকে৷ পেশির বদলে মগজাস্ত্র দিয়ে এবার ক্লাইম্যাক্সে পৌঁছবেন সল্লু মিঞা।

Advertisement

[নেটদুনিয়ায় সমালোচিত ‘গাল্লি বয়’, কী এমন করলেন রণবীর? ]

‘হিরোস’ হোক বা ‘এক থা টাইগার’ অথবা ‘টাইগার জিন্দা হ্যায়’৷ সেনা জওয়ান থেকে শুরু করে ‘র’ এজেন্ট৷ ইতিমধ্যে সলমনকে এই চরিত্রগুলিতে দেখে ফেলেছেন তাঁর অনুগামীরা৷ এবার পালা গোয়েন্দা চরিত্রে তাঁদের প্রিয় নায়ককে দেখার৷ সূত্রের খবর, ছবিটি প্রযোজনা করছে রিয়েল লাইফ প্রোডাকশন নামের প্রযোজনা একটি সংস্থা৷ ছবিটি পরিচালনা করতে পারেন সলমনের জামাই বাবু অতুল অগ্নিহোত্রী৷ ছবিটি তারকাখচিত হতে পারে বলে প্রোডাকশন হাউস সূত্রে খবর৷ এই ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের এক ঝাঁক তারকাকে৷ নাম উঠে আসছে ক্যাটরিনা কাইফ,দিশা পাটানি, টাব্বু, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভারের৷

[বাইশ গজের গল্প নিয়ে আসছে ‘২২ ইয়ার্ডস’]

বর্তমানে ‘ভারত’এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন৷ সূত্রের খবর, এই ছবির কাজ শেষ করে ‘দাবাং থ্রি’-র শুটিং শুরু করবেন তিনি৷ তারপরেই শুরু হতে পারে এই ছবির কাজ৷ ছবির নাম ও রিলিজ ডেট এখনও ঠিক হয়নি৷ তবে ২০২১এর আগে হচ্ছে না বলেই প্রোডাকশন হাউস সূত্রে জানা গিয়েছে৷ এখন ‘ভাইজান’কে গোয়েন্দা চরিত্রে দেখার জন্য মুখিয়ে তাঁর ফ্যান ক্লাব।

The post এবার পর্দায় গোয়েন্দাগিরি করবেন সলমন! তুঙ্গে চর্চা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement