shono
Advertisement

রাত হলেই পাল্টে যায় এই জঙ্গলের চেহারা

এর পাশাপাশি সঞ্জয় বনকে ঘিরে আরও একটি প্রচলতি গল্প আছে৷ যা এসবের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর৷ The post রাত হলেই পাল্টে যায় এই জঙ্গলের চেহারা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:24 AM Aug 26, 2016Updated: 06:54 PM Aug 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলোয় যে স্থান পাখিদের গুঞ্জন আর রংবেরঙের ফুলে মুখরিত থাকে, রাতে সেই এলাকার চেহারা এক্কেবারে পাল্টে যায়৷ কোনও এক অজানা আতঙ্ক গ্রাস করে এই এলাকাকে৷ দম বন্ধ করা ঘন কালো অন্ধকারে ঘটে অনেক অলৌকিক ঘটনা৷ দিল্লির সবচেয়ে ভয়ঙ্কর এলাকা হিসেবে চিহ্নিত করা হয় এই সঞ্জয় বনকে৷

Advertisement

১০ কিলোমিটার বিস্তৃত এই জঙ্গলকে ঘিরে নানা গল্প-কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ যা শুনলে গায়ে কাঁটা দেবে৷ সন্ধে নামলেই একটি নির্দিষ্ট গাছের নিচে অনেক মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়৷ তাঁদের বিশ্বাস, মোমবাতির আলোতেই পিরবাবার আত্মা এই জঙ্গলে আসেন৷ পাথরের উপর দিয়ে তিনি হেঁটে এগিয়ে যান৷ কবরস্থানে চারিদিকে ঘোরেন৷ পির হজরত শেখ সাহাবুদ্দিন আশিকুল্লা জীবিত অবস্থায় দরিদ্রদের মুখে খাবার তুলে দিতেন৷ তাই অনেকেই বিশ্বাস করেন, পিরবাবা আজও প্রতি রাতে এখানে আসেন৷

আবার অনেকে বলেন, এই কবরস্থানে অনেক মুসলিম শিশুকে কবর দেওয়া হয়েছে৷ রোজ রাতে জঙ্গলের মধ্যে থেকে শিশুদের অতৃপ্ত আত্মার কান্না আর হাঁটাচলার শব্দ ভেসে আসে৷ তাই রাতে সাধারণত এই এলাকায় কেউ যান না৷ গেলেও একা তো একেবারেই নয়৷

এর পাশাপাশি সঞ্জয় বনকে ঘিরে আরও একটি প্রচলতি গল্প আছে৷ যা এসবের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর৷ মূলত এই আতঙ্কেই কেউ জেনে-শুনে সঞ্জয় বনের দিকে হাঁটেন না৷ আপনিও জেনে রাখুন৷ কথিত আছে, সঞ্জয় বনের পিপুল গাছে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন৷ আজও রাতে সাদা শাড়ি পরে এক মহিলাকে ঘুরতে দেখেছেন অনেকে৷ অশরীরীদের উপস্থিতি সঞ্জয় বনকে বাকি দুনিয়া থেকে একেবারে আলাদা করে দেয়৷

স্থানীয়দের কথা বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন৷ তবে সাবধান৷ ভুল করেও রাতে সেখানে একা যাবেন না৷

The post রাত হলেই পাল্টে যায় এই জঙ্গলের চেহারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement